সঞ্চয়ন মিত্র, কলকাতা: দীপাবলির আগেই বাতাসে হিমের পরশ। উত্তুরে হাওয়ার ভর করে কলকাতায় চারদিনে ৪ ডিগ্রি নামল পারদ। 


চলতি মাসের গোড়ায়, আবহাওয়া দফতর তার পূর্বাভাসে জানিয়েছিল, সপ্তাহান্তে হালকা শীতের আমেজ টের পাওয়া যাবে। আগামী কয়েকদিন হেমন্তের পরিবেশ বজায় থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।  সেই পূর্বাভাসকে সত্যি করে, আজ সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা অনেকটাই কমেছে। 


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি। 


কালীপুজো থেকে ভাইফোঁটাজুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সকালে আংশিক কুয়াশা বিভিন্ন জেলায়। 


আরও পড়ুন: ফের বৃষ্টির ভ্রূকুটি রাজ্যে, চলতি সপ্তাহেই বাংলায় শীতের প্রবেশ


আজ রাত থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। ফলে রাজ্যজুড়ে বাড়বে শীতের আমেজ। তবে এখনই আনুষ্ঠানিকভাবে শীতের আগমন ঘটছে না। তার জন্য আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে রাজ্যবাসীকে। 


এদিকে, আজ রবিবার থেকেই রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। দীর্ঘ অপেক্ষার পর লোকাল ট্রেন চালু হওয়ায় কাছেপিঠে ঘুরতে বেরিয়েছেন অনেকেই। সংক্রমণ রুখতে অনেকেই সতর্ক করোনাবিধি রক্ষায়। 


ফের কম ভাড়ায় যাতায়াত শুরু করতে পারায় খুশি হয়েছেন নিত্যযাত্রীরা। ফের ট্রেন চালু হওয়ায় রোজগারের আশায় হকাররা। কেউ কেউ ট্রেনে ওঠার আগে সারলেন প্রণাম। 


দুর্গাপুজোর সময়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেভাবে ভাসেনি কলকাতা। মা লক্ষ্মীর আরাধনার দিনেও বৃষ্টির ভ্রুকুটি ছিল। সকাল থেকে মেঘলা আকাশ ছিল। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি হয়েছিল।


আরও পড়ুন: সরল নিম্নচাপ, কবে থেকে শীতের আমেজ ! খোঁজ দিল আবহাওয়া দফতর


কলকাতা, দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে কয়েকঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বৃষ্টি হওয়ার কথা ছিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।