সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতায় আগামী কয়েক ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় জারি হল কমলা সতর্কতা। কমলা সতর্কতা জারি দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়াতেও।


আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। 


পাশাপাশি দক্ষিণবঙ্গ সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ। 


অন্যদিকে, গতকাল রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল। ফলে কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা। 


গতকাল রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় ধাপা, তপসিয়া, পামারবাজার, উল্টোডাঙ্গা, শিয়ালদার পশাপাশি, বালিগঞ্জ, কালীঘাট, মোমিনপুরে  ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে।


জল জমেছে ঢাকুরিয়া, সাদার্ন অ্যাভিনিউ, দেশপ্রিয় পার্ক, পার্ক স্ট্রিট, উল্টোডাঙা আন্ডারপাস, পাতিপুকুর আন্ডারপাসে। জল থইথই পার্ক সার্কাস, সৈয়দ আমির আলি অ্যাভিনিউ। 


যাদবপুর-বাইপাস কানেক্টরে সাঁপুইপাড়া, মুকুন্দপুর ছাড়াও জল জমেছে টালিগঞ্জ সার্কুলার রোড, তারাতলায়।  খিদিরপুরে হাঁটু সমান জল। এছাড়া, জল জমেছে ভবানীপুর, মিন্টো পার্ক, ক্যামাক স্ট্রিটে।


দক্ষিণের পাশাপাশি, ভাসছে উত্তরও। জলমগ্ন ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ। সল্টলেক সেক্টর ফাইভ, এয়ারপোর্ট, চিনার পার্ক, কাঁকুড়গাছি, কৈখালি এলাকাতেও জল জমেছে।


সকালে পুরসভার আধিকারিকদের নিয়ে পরিদর্শনে বের হন প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিংহ। ঘুরে দেখেন জাজেস ঘাট, চাঁদপাল ঘাট-সহ গঙ্গার বিভিন্ন ঘাট। 


টানা বৃষ্টির জেরে কলকাতা স্টেশন সংলগ্ন এলাকা জলমগ্ন। রেল ইয়ার্ডে জল জমে যাওয়ায় বেশ কয়েকটি দূর পাল্লার ট্রেনকে ঘুরিয়ে শিয়ালদা স্টেশনে আনা হচ্ছে। 


পাশাপাশি, কলকাতা স্টেশনে কয়েকটি ট্রেনের সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নাগাড়ে বৃষ্টি চললে এই তালিকা দীর্ঘতর হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। 


বৃষ্টিতে ব্যাহত চক্ররেল পরিষেবাও। রেললাইন ডুবে যাওয়ায় দমদম-বিবাদী বাগ রেল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, টিকিয়াপাড়া কারশেডের কাছে জল জমে যাওয়ায় হাওড়া স্টেশনে ট্রেন ঢোকা-বেরোনোয় সমস্যা হচ্ছে। 


আরও পড়ুন: রাতভর তুমুল বৃষ্টিতে জল থৈ থৈ শহর, উত্তর থেকে দক্ষিণের অনেকাংশ জলের তলায়


আরও পড়ুন: রাতভর প্রবল বর্ষণ, হাঁটুজল দাশনগর, সালকিয়া, রামরাজাতলায়, ভাসছে নিচু এলাকা