কলকাতা: শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল ! বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। শুক্রবার শহর কলকাতায় তাপমাত্রা ঠিক কেমন থাকবে ? জানাল হাওয়া অফিস।  


IMD সূত্রে খবর, এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ার্স। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল কলকাতায় ১০ থেকে ২৬ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকতে পারে। তবে আর্দ্রতার প্রভাবটা পড়ছেই। এদিন শহর কলকাতায় আপেক্ষিক আর্দ্রতা ৮০ এর উপরে ছিল। সকাল সাড়ে আটটায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। দুপুরের পর পরিবর্তন হয়। বিকেল সাড়ে ৫ টায় তা অনেকটাই নেমে এসে পৌঁছয় ৫৩ শতাংশে। সপ্তাহান্তে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলে। সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে উপকূলের দুই জেলাতে। ২৯ নভেম্বর শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। ৩০ নভেম্বর শনিবার ও পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।


আগামীকালই ঘূর্ণিঝড়ে পরিণত হবে বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ। তবে তার অভিমুখ হবে তামিলনাড়ু উপকূল। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও শীতের পথে কাঁটা হতে পারে ঘূর্ণিঝড় ফেনজল। নভেম্বরের শেষ কটা দিন তাপমাত্রা বাড়তে পারে। সপ্তাহান্তে বৃষ্টির হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। শ্রীলংঙ্কা ও তামিলনাডু উপকূলে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।


আরও পড়ুন, TMC কর্মাধ্যক্ষের স্বামীর থেকে উদ্ধার DRDO-র নথি ও তেজস্ক্রিয় বস্তু ! বিস্ফোরক অভিযোগ নকশালবাড়িতে


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


বিস্তারিত আসছে..