পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্ত, কলকাতা: চুরি করতে গিয়ে বিপাকে চোর। বাড়ির বারান্দা ভেঙে দীর্ঘক্ষন আটকে পড়ল চোর, আর এই ঘটনাকে কেন্দ্র করে হুলুস্থুল টালিগঞ্জে। চুরি করতে গিয়ে ব্যালকনি ভেঙে ধ্বংসস্তূপের নীচে আটকে গেল চোর। কয়েক ঘণ্টার চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে।
কথায় বলে, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা! কিন্তু ধরা পড়ায় সব বিদ্যাই জলে গেল চোরের। কিন্তু এ ভাবে যে ধরা পড়তে হবে , তা বোধহয় স্বপ্নেও ভাবেননি যুবক ! ঘটনাস্থল টালিগঞ্জ থানা এলাকার পার্ক সাইড রোড। শনিবার দুপুরে সেখানে তিনতলা একটি পরিত্যক্ত, বিপজ্জনক বাড়ির বারান্দার অংশ ভেঙে পড়ে।
ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঘটনাস্থলে এসে তাঁরা দেখেন, দোতলার বারান্দার ধ্বংসস্তূপের মধ্যে থেকে মুখ বের করে রয়েছেন এক যুবক। ধ্বংসস্তূপ থেকে বের করার কাতর আবেদন, তাঁর মুখে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। তখনও আটকে থাকা যুবকের পরিচয় জানা যায়নি।
পরে ল্যাডারের সাহায্যে কয়েক ঘণ্টার চেষ্টায় যুবককে উদ্ধার করার পর পরিচয় জানতে পারে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, ওই যুবক চুরির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে এসেছিলেন। জানালা বা বারান্দার লোহার রড কাটতে শুরু করেন। সেই সময়ই ঘটে বিপত্তি। যুবককে ভর্তি করা হয়েছে এসএসকেএম সুপার স্পেশালিটি হাসপাতালে।
এ দিকে, এদিন সন্ধেয় শ্যামবাজার মেট্রো স্টেশনের উল্টোদিকে একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
আরও পড়ুন: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হতেই খুন স্ত্রী? চিকিৎসক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
আরও পড়ুন: West Burdwan: প্রায় ৪ বছর পলাতক থাকার পর অবশেষে গ্রেফতার কুখ্যাত লোহা মাফিয়া গোপাল জয়সওয়াল