কলকাতা : শীত (Winter) মানেই মায়াবী দৃশ্যপট ৷ সকালে লেপের আদুরে ছোঁয়া। সন্ধেয় সঙ্গী কফি কাপের ধোঁয়া। দুপুরে একমুঠো রোদ্দুর। সঙ্গী পিঠে-পুলি নলেনগুড়। বর্ষশেষে রাজ্যজুড়ে জাঁকিয়ে বসছে শীত। 
ভরপুর শীতের আমেজে ভাসছে তিলোত্তমা।  শীত মানেই সময়টাতেই পিঠে পুলির পার্বণ।  শীতের আমেজ মানেই বাঙালির রসনার উত্সব।  


আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের শেষ অবধি থাকবে কনকনে শীতের আমেজ। শহরে শীতের আমেজ পুরদস্তুর। উত্তুরে হাওয়ার কনকনানি। এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। 


জেলাগুলিতেও পারদ নেমেছে। আগামী ২৪ ঘণ্টায় আরও নামবে পারদ। আলিপুর আবহাওয়া দফতর (Alipur Met Office) জানিয়েছে, আগামী কয়েকদিন শীতের স্থিতাবস্থা বজায় থাকবে। এরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা বাড়বে তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই জাঁকিয়ে শীতের সম্ভাবনা। 

আরও পড়ুন :


জ্বর হলেই অ্যান্টিবায়োটিক নয় ! শীতে কচিকাঁচাকে সুস্থ রাখতে মানতেই হবে এই নিয়মগুলি


পৌষের শুরুতেই কি তবে রাজ্যে জাঁকিয়ে শীত পড়বে? তেমনই ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। গতকাল থেকেই তাপমাত্রা বেশ খানিকটা নামে। শনিবারের থেকে রবিবার ২ ডিগ্রি নামে পারদ। আর সপ্তাহ শুরুতে কাঁপুনি আরও জোরদার হল। উত্তুরে হাওয়ার দাপটে আজ আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। 


আগামী ২৪ ঘণ্টায় পারদ আরও নামবে। তবে পশ্চিমী ঝঞ্ঝার হাত ধরে মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। আগামী ৩-৪ দিন বজায় থাকবে শীতের আমেজ। পশ্চিমী ঝঞ্ঝা কাটলেই শীতের আগমনী। 


সপ্তাহান্তে শীত পড়বে, পূর্বাভাস ছিলই। সেই অনুযায়ী অনেকটাই এল শীতের আমেজ। 


আলমারি থেকে বেরিয়েছে শীতের গরম পোশাক! ভোরের দিকে শীত-চাদরের মায়া কাটিয়ে ঘুম থেকে উঠলেও, কুয়াশার চাদর সরছে না বেলা গড়ালেও! কবে আসবে জাঁকিয়ে সেই শীত? অপেক্ষায় শহরবাসী। 


আরও পড়ুন : 


শীতকালেও কীভাবে গরমকালের পোশাকে পরবেন? একটু বুদ্ধি খাটালেই সম্ভব