নয়া দিল্লি: উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই বিতর্ক আরও বাড়ল। সেখানে দেখা যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কৃষকরা। আচমকাই পিছন থেকে এসে সজোরে গাড়ির ধাক্কা। বনেটের ওপর আছড়ে পড়লেন এক বৃদ্ধ কৃষক। তারপর পড়ে গেলেন মাটিতে। আরও একজন ধাক্কা খেলেন।  বেপরোয়া গতিতে বেরিয়ে গেল কালো রঙের এসইউভি।  


উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে ঘটনার দিনের এই ভিডিও ভাইরাল হয়েছে। যার সত্যতা অবশ্য এবিপি আনন্দ যাচাই করেনি। এই প্রসঙ্গে আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।  সূত্রের খবর, এই রকম একাধিক ভিডিও পুলিশের হাতেও এসেছে।  


আরও পড়ুন, "ওঁর উদ্বেগের প্রয়োজন নেই", লখিমপুর খেরির ঘটনা প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর


কৃষকদের অভিযোগ, লখিমপুর খেরিতে তাঁরা যখন রাস্তার একপাশ দিয়ে মিছিল করে যাচ্ছিলেন, তখন বিনা প্ররোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের দলবল কৃষকদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগে দায়ের হয়েছে এফআইআর-ও। 


কৃষকদের অভিযোগের সঙ্গে এই ভাইরাল ভিডিওর মিল পাওয়া যাচ্ছে।  ভিডিও-য় দেখা যাচ্ছে, দল বেঁধে চলা কৃষকদের পিছন থেকে এসে ধাক্কা মেরে বেরিয়ে যাচ্ছে গাড়ি। তবে গাড়িকে চালাচ্ছিলেন, তা ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে না।  যদিও এই ভিডিওর সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি।  


আরও পড়ুন, লখিমপুর খেরির ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ ও তাঁর ছেলের গ্রেফতারি দাবি আপ-এর


উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে ৪ কৃষক সহ ৮ জনকে খুনের অভিযোগে অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি।   বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে! অভিযোগ, মন্ত্রীপুত্রের  দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে।