নয়াদিল্লি: মাত্র একবার প্রিমিয়ামের টাকা দিয়ে জীবনভর পেতে পারেন ১২,০০০টাকা। প্রতি মাসে এই টাকার প্রতিশ্রুতি দিচ্ছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশেন অফ ইন্ডিয়া (LIC)। সংস্থার সরল পেনশন যোজনায় (Saral Pension Yojana)বিনিয়োগ করে এই লাভ পেতে পারেন আপনি।
জেট গতির ডিজিটাল ইন্ডিয়ার যুগে বেড়েই চলেছে আর্থিক প্রতারণার সংখ্যা। সুরক্ষিত ভবিষ্যতের লক্ষ্যে ভেবে দেখতে পারেন ভারতীয় জীবন বিমা নিগমের সরল পেনশন যোজনার কথা (Saral Pension Yojana)। একবার টাকা রেখে প্রতি মাসে পেনশনের সুযোগ দিচ্ছে এই যোজনা। বয়সকালে যা আপনার-আমার সাথের সাথী হতে পারে।
LIC Saral Pension Plan আসলে একটা 'ওয়ান টাইম ইনভেস্টমেন্ট'।গত ১ জুলাই থেকে চালু হয়েছে ভারতীয় জীবন বিমা নিগমের এই পেনশন যোজনা। জেনে নিন এই পলিসির বিনিয়োগ, যোগ্যতা ও মেয়াদকাল।
দু'ভাবে করতে পারেন পলিসি
সিঙ্গল লাইফ-এই ক্ষেত্রে পলিসি কেবল কোনও একজন ব্যক্তির নামে হতে পারে। পলিসির নিয়ম অনুসারে যতদিন আমানতকারী বেঁচে থাকবেন ততদিন তিনি প্রিমিয়াম পাবেন। পলিসি হোল্ডারের মৃত্যুর পর তাঁর উত্তারাধিকারী বা নমিনি সেই পেনশন বা বেস প্রিমিয়াম আজীবন পাবেন।
জয়েন্ট লাইফ-এই পলিসির ক্ষেত্রে স্বামী-স্ত্রী দু'জনের জন্যই লাইফ কভারেজ রয়েছে।সেই ক্ষেত্রে যে বেশিদিন বেঁচে থাকবেন তিনি পেনশন পাবেন।দু'জনেই মারা গেলে পরবর্তীকালে তাঁদের উত্তারাধিকারী বা নমিনি সেই পেনশনের বেস প্রিমিয়াম পাবেন।
সরল পেনশন যোজনার বৈশিষ্ট্য
১ যত তাড়াতাড়ি সম্ভব এই পলিসি করলে তাড়াতাড়ি পেনশন শুরু হবে।
২ আপনি পেনশন মান্থলি, কোয়ার্টারলি, হাফ-ইয়ারলি ছাড়াও অ্যানুয়ালি বা বার্ষিক এই পেনশন ইচ্ছেমতো নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকেই অপশন বাছতে হবে।
৩ অফলাইন ছাড়াও অনলাইনে এই স্কিম করতে পারবেন গ্রাহকরা।
৪ LIC Saral Pension Plan-এর ক্ষেত্রে ন্যূনতম ১২,০০০টাকা প্রিমিয়াম বাবদ দিতে হবে পলিসি হোল্ডারকে।তবে টাকা এককালীন জমা দেওয়ার কোনও ঊর্ধ্বসীমা রাখেনি LIC।
৫ ৪০-৮০ বছরের ব্যক্তিরাই এই যোজনায় টাকা রাখতে পারেন।
৬ একবার পলিসি শুরু হলে রয়েছে ঋণ নেওয়ার সুযোগ। সেই ক্ষেত্রে পলিসি শুরুর ৬ মাস পরে ঋণের জন্য আবেদন করতে পারবেন আমানতকারী।
আরও পড়ুন : LIC Policy Update: LIC-র বিশেষ ঘোষণা, সব পলিসি হোল্ডারদের করতে হবে এই কাজ
আরও পড়ুন : LIC Update : LIC-র প্রিমিয়াম জমা পড়ছে তো ? কীভাবে ঘরে বসে দেখবেন পলিসি স্ট্যাটাস ?
আরও পড়ুন : LIC Jeevan Anand Policy: দিনে ৭৬ টাকা দিয়ে পান ১০.৩৩ লক্ষ টাকা, এখনই শুরু করুন এই পলিসি