নয়াদিল্লি: লোকসভার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় লাগাতার তাঁর বিবৃতি দাবি করে যাচ্ছেন বিরোধী শিবিরের সাংসদরা, যার জেরে একের পর এক ১৪ জন বিরোধী সাংসদকে সাসপেন্ডও হতে হয়েছে। তার পর দু'দিন কেটে গেলেও, এখনও পর্যন্ত সংসদে বিবৃতি দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বরং একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি। নিরাপত্তায় গাফিলতির কথা মেনে নিলেও, বিষয়টি নিয়ে রাজনীতি করার জন্য বিরোধীদেরই আক্রমণ করলেন। (Lok Sabha Security Breach)


লোকসভায় তাণ্ডবের ঘটনায় এই মুহূর্তে তুঙ্গে রাজনৈতিক তরজা। সেই আবহে বেসরকারি চ্য়ানেলের অনুষ্ঠানে শাহ বলেন, "এটি অত্যন্ত গুরুতর বিষয়। লোকসভার অধ্যক্ষ এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন। বিরোধীরা এটা নিয়ে রাজনীতি করছেন। আমি বলছি না যে কোনও গাফিলতি ছিল না। গাফিলতি নিশ্চয়ই হয়েছে। তাই এই ঘটনা ঘটেছে। কিন্তু এটা নিয়ে রাজনীতি হচ্ছে।"


শাহ আরও বলেন, "সবাই জানেন, সংসদের নিরাপত্তা লোকসভা অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীন। অধ্যক্ষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দিয়েছেন। আমরা একটি কমিটি তৈরি করেছি। কমিটিতে দেশের এক প্রবীণতম DGP নেতৃত্বে রয়েছেন,বিভিন্ন এজেন্সির সদস্যরাও রয়েছেন। কিছুদিনের মধ্যে এর রিপোর্ট অধ্যক্ষের কাছে যাবে। এরকম যতগুলি ঘটনা ঘটেছে, অন্তত ৪০টি ঘটনা, দাবিপত্র বিতরণ, স্লোগানিং থেকে শুরু করে পিস্তল নিয়ে ঢুকে পড়া, সংসদের মধ্যে ঢুকে পড়া, প্রত্যেক বারই অধ্যক্ষই গুরুত্ব দিয়ে বিবেচনা করে ব্যবস্থা নিয়েছেন। কমিটি গড়ে তদন্ত করিয়েছেন। আমরা এফআইআর দায়ের করেছি। তদন্ত কমিটিও তৈরি হয়ে গিয়েছে। আমার মনে হয় ১৫-২০ দিনের মধ্যে কমিটি অধ্যক্ষের কছে রিপোর্ট জমা দেবে। আমি এটা নিশ্চিত করছি, যে অধ্যক্ষ কমিটিকে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে লোকসভার নিরাপত্তা আরও পোক্ত করা যায় কোন উপায়ে, সেই দায়িত্বও দিয়েছেন।"


আরও পড়ুন: Smoke Cannister Incident: গ্রেফতার সংসদে হানায় অন্যতম অভিযুক্ত ললিত ঝা


বুধবার লোকসভা এবং সংসদের বাইরে ওই ঘটনার পর থেকেই, নতুন সংসদভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মহীশূরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহা দেওয়া পাস নিয়ে ভিতরে ঢুকেছিলেন তাণ্ডবকারীরা। তাই প্রতাপের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করার দাবি উঠছে। কিন্তু শাহের বক্তব্য, "আমি দেশের নাগরিকদের আশ্বাস দিচ্ছি, আগামী দিনে সংসদের নিরাপত্তা ব্যবস্থা যাতে আঁটোসাটো হয়, সেদিকে আমি নজর রাখব। বিভিন্ন সময় নতুন নতুন পদ্ধতি খুঁজে নিরাপত্তার বেড়জাল ভাঙার চেষ্টা করা হয়। আদর্শগত ভাবে নিরাপত্তায় কোনও গলদ থাকা উচিত নয়। কিন্তু এক্ষেত্রে গলদ দেখা গিয়েছে। তাই পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করা আমাদের দায়িত্ব। আমার সকলের কাছে আবেদন, এই বিষয়টিকে অহেতুক রাজনৈতিক ইস্যু বানাবেন না।"


কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বিবৃতি না দিয়ে, বেসরকারি চ্য়ানেলে কেন কথা বলছেন প্রশ্ন তুলেছেন বিরোধী সাংসদরা। কংগ্রেস সাংসদ শশী তারুর বলেন, "দিল্লি পুলিশ এবং দেশের জাতীয় নিরাপত্তায় দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বাইরে চ্যানেলে কথা বলছেন, সংবাদমাধ্যমে বিবৃতি দিচ্ছেন। সংসদীয় ব্য়বস্থায় সংসদে জবাবদিহি করতে বাধ্য উনি। এই সংসদের সদস্য উনি। সংসদে এসে কথা বলুন।"