ভোপাল: ১৯ বছরেই থমকে গেল জীবন। PUBG খেলতে খেলতেই মৃত্যুর কোলে কিশোর। ঘটনার আকস্মিকতা অবাক করেছে পরিবারকে। স্থানীয় পুলিশের প্রাথমিক অনুমান, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশের দেওয়াস জেলার ওই কিশোরের।


সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট বলছে, একাদশ শ্রেণির ওই ছাত্রের শারীরিক প্রতিবন্ধকতা ছিল। পায়ে সমস্যা ছিল তার। মৃত কিশোর দীপক রাঠোরের পরিবার জানিয়েছে, বাড়িতে পাবজি খেলতে খেলতে ঘটে এই অঘটন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে নিয়ে যেতেই ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।


পুলিশের তরফে জানানো হয়েছে, সাধারণত বাড়িতেই অনলাইনে ক্লাস করত দীপক। বাইরে না গিয়ে ঘরেই মোবাইলে অনলাইন গেম খেলত ওই কিশোর। ইতিমধ্যেই ময়নাতদন্ত শেষ হয়েছে কিশোরের। পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে দীপকের দেহ। বাকি ভিসেরা রিপোর্টের জন্য নমুনা পাঠানো হয়েছে ভোপালে। পুলিশের প্রাথমিক রিপোর্ট বলছে, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে দীপকের। ইতিমধ্যেই এই বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


দেশের বর্তমান অনলাইন গেমিং মার্কেটের পরিস্থিতি বলছে, ভারতে Battlegrounds Mobile India-র জনপ্রিয়তা বেড়েই চলেছে। গত বছরই PUBG (Player Unknown Battle Grounds) নিষিদ্ধ করা হয় ভারতে। যদিও পাবজির অন্য ভার্সনগুলি এখনও চালু রয়েছে দেশে। সমাজের বিভিন্ন স্তর থেকে এই গেম নিয়ে বহু অভিযোগের জেরেই নিষিদ্ধ করে দেওয়া হয় গেম।


গত বছরই ম্যাঙ্গালোর ১২ বছরের এক বালকের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। নিখোঁজ থাকার পর ওই বালকের মৃতদেহ পাওয়া যায়। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ বছরের এক কিশোরকে আটক করে পুলিশ। জেরার পর জানা যায়, ওই বালকের সঙ্গে অনলাইনে পরিচয় হয় কিশোরের। দু-জনেই একসঙ্গে পাবজি খেলত।


মনোবিদরা বলছেন, অনলাইন গেমিং মারাত্মক প্রভাব ফেলছে নাবালক, বালাক ছাড়াও কিশোরদের মনে। এই অনলাইন গেমিং নিয়ে এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে তাদের। যার ফলে সমাজে একা হয়ে পড়ছে তারা। সম্প্রতি অনলাইন গেমিংয়ের নেতিবাচক দিক তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লেখেন এক সিটিং জজ। চিঠিতে প্রধানমন্ত্রীকে পাবজি নিষিদ্ধ করার আবেদন করেন তিনি। 


আরও পড়ুন : PUBG Addiction: PUBG খেলতে ১৬ লক্ষ টাকা খরচ, বাবা-মায়ের চিন্তা বাড়াল পঞ্জাবের কিশোর


আরও পড়ুন: Online Gaming Addiction: অনলাইন গেমিংয়ে মারাত্মক ক্ষতি শিশুদের, আসক্তি দূর করতে কী করবেন ?