নয়াদিল্লি: একটা সময়ে বলিউডের অন্যতম হিট ছবি 'করণ-অর্জুন'-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণী। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দ গিরি। আজ সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি।
'ভোলি ভালি লড়কি', সাদামাটা প্রেমের গানটা মনে পড়লে, ভেসে ওঠে তাঁরই ছবি। তবে ৯-এর দশকে, আদতে তিনিই ছিলেন বলিউডের 'বম্বশেল'। না হলে কী আর 'কোই যায়ে তো লে আয়ে' গানে কোমর ঝাকিয়ে ওইভাবে ঝড় তুলতে পারতেন! কিন্তু রঙিন পর্দার বাইরে, মাদক মামলায় বিতর্কে জড়িয়ে ২৪ বছর ছিলেন দেশছাড়া। মমতা কুলকার্নি বলেন, ২০০০ সাল থেকে আমার তপস্যা। আজ আমার ২৩ বছর হয়ে গেল। ধ্যান, তপঃ, আর মহামণ্ডেলেশ্বরের যে উপাধি...২৩ বছরে আমি কী তপস্যা করেছি, কী ধ্যান করেছি, বহু প্রশ্নে আমি পাস হয়ে গেছি। উৎকীর্ণ হয়েছি। এরপর আমি মহামণ্ডেলেশ্বরের উপাধি পেয়েছি। অনেকেই হতাশ, আমার অনেক ফ্যান হতাশ, কারণ তাঁরা আশা করেছিলেন যে আমি আবার বলিউডে ফিরব। মহাকাল, মহাকালীর ইচ্ছার বাইরে কিছু হতে পারে না। মহাদেব, মহাকালীর আদেশ ছিল... এই দিনটা তিনি বেছে দিয়েছেন, আমি কিছু করিনি।'
কুম্ভমেলায় উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে এসেছে ভক্তকূল। ধ্যানমগ্ন সন্ন্যাসী। দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজে সাধু-সন্তদের আখড়ার ধরা পড়েছে নানা রঙের ছবি। কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে, কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়। দেশ-বিদেশ থেকে পুণ্য়ার্থীরা সেখানেই ভিড় করছেন বাবার আশীর্বাদ নিতে। তবে এবার প্রকাশ্যে এল আরও এক নতুন ছবি। এবার প্রয়াগে সুদূর রাশিয়া থেকে হাজির মাসকিউলার বাবা। যদিও তাঁকে দেখে বোঝার উপায় নেই যে, তিনি এসেছেন কোথা থেকে। পরনে গেরুয়া বসন, কপালে লাল সিদূর, পেশিবহুল চেহারায় রুদ্রাক্ষের মালা। যার উচ্চতা ৭ ফুট !
আরও পড়ুন, একদিন বাথরুমে ঢুকে কেঁদেছিলেন গোপনে, ঘৃণাও করতেন নিজেকে ! কেন এমন স্মৃতিচারণা শাহরুখ খানের
যুগের সঙ্গে তাল মিলিয়ে প্রয়াগের কুম্ভ মেলাতেও বহুদিনই কর্পোরেটের ছোঁয়া লেগেছে। গাঁটে কড়ির জোর থাকলে, ত্রিবেণী সঙ্গমে কার্যত ফাইভ স্টার ফেসিলিটিতে শাহি স্নানের সাক্ষী হতে পারবেন পুণ্যার্থীরা। ৩ দিনে প্রায় দেড় লক্ষ টাকা খরচ করতে পারলেই, প্রয়াগের পূর্ণ কুম্ভে জুটে যাবে স্মার্ট টেন্ট। পুণ্যের অমৃত প্রাপ্তির প্রত্যাশা তার টানেই প্রয়াগের কুম্ভে কাতারে কাতারে মানুষের ছুটে আসা। ২০১৩ সালের পর আবার মহাকুম্ভ। ১২ বছর পর সেই মহাযজ্ঞ ঘিরে সেজে উঠেছে সঙ্গম পারের প্রয়াগরাজ। প্রয়াগের সুবিশাল সঙ্গমতটে প্রায় ৪ হাজার হেক্টর জমি জুড়ে বিছিয়ে থাকা কুম্ভ সাম্রাজ্যে এবার অন্যতম আকর্ষণ ইন্ডিয়া ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের এই টেন্ট সিটি। অতীতে কল্পবাস বা কৃচ্ছসাধনের জন্য প্রসিদ্ধ ছিল যে কুম্ভ মেলা, সেখানে পুণ্যার্থীদের জন্য গড়ে উঠেছে আলিশান সুপার লাক্সারি টেন্ট।