Puri Shopping Complex Fire: পুরীর শপিং কমপ্লক্সে বিধ্বংসী আগুন, উদ্ধার করা হল শতাধিক ব্যক্তিকে
Major Fire At Puri Shopping Complex : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরীর শপিং কমপ্লেক্স। আগুনের ভয়াবহতায় ছাই হয়ে গিয়েছে ৪০ টিরও বেশি দোকান।
Major Fire At Puri Shopping Complex : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল পুরীর শপিং কমপ্লেক্স। আগুনের ভয়াবহতায় ছাই হয়ে গিয়েছে ৪০ টিরও বেশি দোকান। দমকল কর্মীরা জানিয়েছেন ইতিমধ্যেই শতাধিক ব্যক্তিকে ওই কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কিছু ব্যক্তিকে বিল্ডিংয়ের ছাদে অচেতন অবস্থা পাওয়া গিয়েছে।
দমকলের তরফে জানানো হয়েছে, প্রথমে গ্র্যান্ড রোডের লক্ষ্মী মার্কেটে এই আগুন লাগে। শপিং কমপ্লক্সের দোতলা থেকেই প্রথমে এই আগুন ধরে। বুধবার রাত ৯ টা নাগাদ এই আগুন লাগে। নিমেষেই এই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ে। পরবর্তীকালে কমপ্লেক্সের বাকি দোকনা গুলিকেও গ্রাস করে আগুন। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০ টিরও বেশি দোকান। আতঙ্কে বিল্ডিংয়ের ছাদে চলে যায় বেশিরভাগ লোকজন। ধোঁয়ায় দমবন্ধকর পরিবেশ তৈরি হওয়ায় ছাদই ছিল তাদের পরিত্রাণের জায়গা। যদিও সেখানেই স্বস্তি পাননি সকলে। একসময় আতঙ্কে অনেকেই সংজ্ঞাহীন হয়ে যান।
আগুন নেভাতে গতকাল রাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। দমকেলের এক আধিকারিক জানান, ছাদে আটকে পড়া তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শতাব্দী প্রাচীন জগন্নাথ মন্দিরের কাছে অবস্থিত এই বিল্ডিংটিতে দুটি পৃথক তলায় একটি হোটেল ও একটি ব্যাঙ্কও রয়েছে। মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ১০৬ জন পর্যটককে হোটেল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিজি এসকে উপাধ্যায় জানান, আগুন নেভানোর কাজে নিয়োজিত তিনজন কর্মী গরম ও ধোঁয়ার মধ্যে অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। আগুন আশেপাশের বিল্ডিংগুলিতে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে যার পর নাই প্রচেষ্টা চালাচ্ছেন তাঁরা।
শপিং কমপ্লক্সের দোতলা থেকেই প্রথমে এই আগুন ধরে। বুধবার রাত ৯ টা নাগাদ এই আগুন লাগে। নিমেষেই এই আগুন ছড়িয়ে পড়ে বিল্ডিংয়ে। পরবর্তীকালে কমপ্লেক্সের বাকি দোকনা গুলিকেও গ্রাস করে আগুন। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৪০ টিরও বেশি দোকান। আতঙ্কে বিল্ডিংয়ের ছাদে চলে যায় বেশিরভাগ লোকজন। ধোঁয়ায় দমবন্ধকর পরিবেশ তৈরি হওয়ায় ছাদই ছিল তাদের পরিত্রাণের জায়গা। যদিও সেখানেই স্বস্তি পাননি সকলে। একসময় আতঙ্কে অনেকেই সংজ্ঞাহীন হয়ে যান।মহারাষ্ট্রের নাসিক থেকে প্রায় ১০৬ জন পর্যটককে হোটেল থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
SBI Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের নামে আসছে এই বার্তা, গুরুত্ব দিলেই ফাঁকা হবে অ্যাকাউন্ট