উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : বিধানসভায় (Assembly) পাস হয়ে গেল বিএসএফের (BSF) এক্তিয়ার-বিরোধী প্রস্তাব। এদিন প্রস্তাবের পক্ষে পড়ল ১১২টি ভোট, বিপক্ষে ৬৩টি ভোট। কয়েকদিন আগেই সীমান্তের ১৫ কিমি এলাকা থেকে বাড়িয়ে বিএসএফের কাজের পরিসর ৫০ কিমি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। প্রথম থেকেই যার তীব্র বিরোধিতা করে এসেছে রাজ্য সরকার (West Bengal Government)। পরে প্রস্তাব পাস হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) সাংবাদিক সম্মেলনে বলেন, বিএসএফের কাজের পরিসর বৃদ্ধি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে লঙ্ঘন করেছে। বাহিনীকে নিযুক্ত করার ক্ষেত্রে রাজ্যের অনুমোদন প্রয়োজন। কিন্তু রাজ্যের সঙ্গে আলোচনা না করে রাজ্যের সীমানা বিএসএফের হাতে দেওয়া হয়েছে।
এমনিতেই এদিন দীর্ঘদিন বাদে বিধানসভার কোনও আলোচনায় অংশ নিয়েছিলেন বিজেপির (BJP) বিধায়করা। তাদের দাবি ছিল, কেন্দ্রীয় সরকার যে আইন আনতে চলেছে তার বিরোধীতা করা উচিত নয়। পাশাপাশি তারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) যে চিঠি দিয়েছেন তার উত্তর আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রস্তাব দেন ৫০ কিলোমিটার থেকেও বাড়িয়ে বিএসএফের কাজের পরিসর ৮০ কিলোমিটার করা উচিত।
উত্তপ্ত আলোচনার মাঝেই উদয়ন গুহের (Udayan Guha) বক্তব্য ঘিরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সদ্য দিনহাটা কেন্দ্র থেকে জিতে আসা তৃণমূল বিধায়ক মন্তব্য করেন, পরীক্ষা করার নামে মহিলাদের উত্যক্ত করে বিএসএফ। যে মন্তব্যের তীব্র বিরোধিতা করা হয় গেরুয়া শিবিরের পক্ষে। মিনিট পাঁচেক তীব্র বাদানুবাদ চলে। যার কাছেই কোচবিহারের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর পা ভেঙে দেওয়ার হুমকিও দেন উদয়ন গুহ। পরিস্থিতি কিছুিটা শান্ত হতে অধ্যক্ষ তাঁকে সতর্ক করে জানান, এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকা উচিত।
আরও পড়ুন- পরীক্ষা করার নামে মহিলাদের উত্যক্ত করে বিএসএফ, বিধানসভায় বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর