কোচি: ধর্মীয় সমাবেশে পর পর বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে ছড়াল আগুন। তাতে কেরলে একজনের মত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা প্রায় ৪০। এই বিস্ফোরণের নেপথ্যে নাশকতা যোগ রয়েছে কিনা, সেই নিয়ে তদন্ত শুরু হতেই থানা গিয়ে আত্মসমর্পণ করলেন এক ব্যক্তি (Kerala Kalamassery Blast)। পুলিশের সামনে উপস্থিত হয়ে ধারাবাহিক বিস্ফোরকের দায় স্বীকার করেছেন তিনি। যদিও তাঁর মুখের কথায় ভরসা করতে নারাজ পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। (Kerala Blast)


রবিবার কেরলের কালামাসেরিতে জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এগজিবিশন সেন্টারে ধর্মীয় সমাবেশের আয়োজন হয়েছিল। খ্রিস্ট ধর্মাবলম্বী জেহোবা অনুগামী প্রায় ২০০০ মানুষ ওই প্রার্থনাসভায় উপস্থিত ছিলেন। সেই সময়, সকাল সাড়ে ৯টার কিছু পর পর পর তিনটি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে টিফিন বক্সে ভর্তি IED উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। 


তার মধ্যেই দুপুরে ত্রিশূরে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন এক ব্যক্তি। ডমিনিক মার্টিন নামের ওই ব্যক্তির দাবি, টিভিন বক্সে ভরে তিনিই বিস্ফোরক রেখেছিলেন ওই কনভেনশন সেন্টারে। সেই থেকেই রবিবার পর পর বিস্ফোরণ ঘটে। কালামাসেরির ADGP (আইন-শৃঙ্খলা) অজিত কুমার বলেন, "ত্রিশূর গ্রামীণের কোডাকারা থানায় একজন আত্মসমর্পণ করেছেন। নাম ডমিনিক মার্টিন। প্রার্থনাসভায় যাঁরা ছিলেন, তাঁদের সংগঠনের সদস্য বলেই দাবি করছেন। আমরা যাচাই করে দেখছি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।"


আরও পড়ুন: Jehovah’s Witnesses: খ্রিস্টান হয়েও জিশুকে সৃষ্টিকর্তা বলে মানেন না, কেরলে জেহোবা অনুগামীদের উপরই হামলা


তবে শুধু ডমিনিকের কথায় আস্থা রাখতে পারছে না পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।- প্রাথমিক তদন্তে এখনও পর্যন্ত যা পাওয়া গিয়েছে, তা হল, টিফিন বক্সের মধ্যে বিস্ফোরক ভরে রাখা ছিল। তা থেকেই সকাল ৯টা বেজে ৪০ মিনিটে প্রথম বিস্ফোরণটি ঘটে। হামলায় IED ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছেন কেরলের DGP শেখ দরবেশ সাহেব। 


কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন রবিবার সকালেই সর্বদল বৈঠক ডাকেন। বিস্ফোরণের ঘটনায় উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গেও বৈঠক রয়েছে তাঁর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয়েছে। পিনারাই বলেন, "অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। বিশদ তথ্য পাওয়ার চেষ্টা হচ্ছে। এর্নাকুলামের শীর্ষ আধিকারিকরা রয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। DGP-র সঙ্গে কথা হয়েছে। তদন্তের পরই বিশদ তথ্য পাওয়া যাবে।" প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পর পর বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। তার পর আগুন ছড়িয়ে পড়ে।