এক্সপ্লোর
'বন্দেমাতরম' ঘৃণা করে, বিহারের সামাজিক সংহতির সামনে বিপদ! কিষাণগঞ্জে ওয়েইসির দলের জয়ে প্রতিক্রিয়া গিরিরাজের
কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় দিয়ে বিহার বিধানসভায় খাতা খুলেছে এআইএমআইএম। কংগ্রেসের দখলে ছিল আসনটি। এআইএমআইএম প্রার্থী কামরুল হোডা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুইটি সিংহকে ১০ হাজারের বেশি ভোটে পরাস্ত করেছেন।

নয়াদিল্লি: গিরিরাজ সিংহের কটাক্ষ বিহারে বিধানসভা উপনির্বাচনে আসাদু্দ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সাফল্যকে। কিষাণগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় দিয়ে বিহার বিধানসভায় খাতা খুলেছে এআইএমআইএম। কংগ্রেসের দখলে ছিল আসনটি। এআইএমআইএম প্রার্থী কামরুল হোডা নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির সুইটি সিংহকে ১০ হাজারের বেশি ভোটে পরাস্ত করেছেন।
बिहार के उपचुनाव में सबसे ख़तरनाक परिणाम किशनगंज से उभर के आया है ..ओवैसी की पार्टी AIMIM जिन्ना की सोच वाले है ,यें वंदे मातरम से नफरत करते है ,इनसे बिहार की सामाजिक समरसता को खतरा हैं।
बिहार वासियों को अपने भविष्य के बारे में सोचना चाहिए।
— Shandilya Giriraj Singh (@girirajsinghbjp) October 25, 2019
তারপরই কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিংহ এআইএমআইএম প্রার্থীর নির্বাচনকে ‘জিন্নাহর আদর্শে’র জয় বলে ব্যাখ্যা করেছেন। তিনি ট্যুইট করেছেন, বিহারের উপনির্বাচনে সবচেয়ে বিপজ্জনক ফল এসেছে কিষাণগঞ্জ থেকে। ওয়েইসির দল এআইএমআইএম জিন্নাহের মানসিকতা নিয়ে চলে। ওরা বন্দেমাতরম-কে ঘৃণা করে। বিহারের সামাজিক সংহতির সামনে বিপদ। বিহারের মানুষের নিজেদের ভবিষ্যত্ নিয়ে ভাবা উচিত বলেও মন্তব্য করেন তিনি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















