ঢাকা: আগামী কাল দেশে ফিরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা তাঁর। কিন্তু তার আগেও দেশ জুড়ে অশান্তি অব্যাহত। সেই আবহে বাংলাদেশবাসীকে বার্তা দিলেন নোবেলজয়ী মুহম্মদ ইউনূস। শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জনগণকে অভিনন্দন জানালেও, দেশবাসীকে সাবধানও করেছেন তিনি। সামান্য ভুলে যাতে সব ঘেঁটে না যায়, তার জন্য সংযত থাকার বার্তা দিয়েছেন। (Muhammad Yunus)
চিকিৎসা করাতে এই মুহূর্তে প্যারিসে রয়েছেন ইউনূস। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফেরার কথা তাঁর। কিন্তু বুধবার বিকেলেও অশান্তি অব্যাহত বাংলায়। জেল ভেঙে বন্দিদের পালানো থেকে, লুঠপাট, অগ্নিসংযোগের ঘটনা উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি বুধবারও গুলি চলেছে বলে খবর। সেই আবহেই বাংলাদেশবাসীর উদ্দেশে বার্তা পাঠিয়েছেন ইউনূস। (Bangladesh Situation)
ইউনূসের বক্তব্য, "আমাদের দ্বিতীয় বিজয় দিবসের বাস্তবায়নে যাঁরা নেতৃত্ব দিয়েছেন, সেই সাহসী ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। অভিনন্দন আপামর দেশবাসীকে, যাঁরা ছাত্র আন্দোলনে পূর্ণ সমর্থন জানান।" তিনি আরও বলেন, "কোনও প্রকার ভুলের জন্য এই জয় যেন হাতছাড়া না হয়ে যায় আমাদের। এই মুহূর্তে যা পরিস্থিতি, সকলকে শান্ত থাকতে, সব ধরনের হিংসা, স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।"
ইউনূস জানিয়েছেন, পরবর্তী প্রজন্মের জন্য বাংলাদেশকে রক্ষা করতে হবে। যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাগেশের। তাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সকলের যোগদান কাম্য। নয়া বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি। অকারণ হিংসা ঘটিয়ে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ গড়ার সুযোগ হাতছাড়া করা চলবে না বলে বার্তা দিয়েছেন তিনি।
হিংসা রুখতে ইউনূসের বক্তব্য, "হিংসা আমাদের সকলের শত্রু। দয়া করে আর শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত হোন। নিজেরা শান্ত হোন, চারপাশে শান্তি বজায় রাখুন। নতুন দেশ গড়তে এগিয়ে আসুন।"
মঙ্গলবারই ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। BNP-ও তাঁর নেতৃত্ব স্বীকার করেছে ইতিমধ্যেই। বুধবার খালেদা জিয়াও বাংলাদেশবাসীকে বার্তা দেন। প্রতিশোধ, প্রতিহিংসা ভুলে শান্তি ফিরিয়ে আনতে আর্জি জানান তিনি। হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সে দলের সমর্থক এবং দেশবাসীকে বার্তা দেন খালেদা।