নয়াদিল্লি: অবন্তিকা এক্সপ্রেসের (Mumbai Indore Avantika Express) বাতানুকূল কামলার ভিতরে অঝোরধারা। বাইরে তখন বৃষ্টি পড়ছে।  এদিকে এসি কামরার ভিতরেও আচমকাই শুরু হল ছাদ ভেদ করে বৃষ্টি। আজ্ঞে হ্যাঁ, বৃষ্টি তো ভালবাসেন অনেকেই, তবে যেমন বাড়ির ছাদ ভেদ করে বৃষ্টি দেখে কেউই আহ্লাদে আটখানা হন না। ঠিক তেমনই বাতানুকুল কামরায় এসির জল হোক কী বৃষ্টির জল, লাক্সারি সফরের মাঝে এমন অঝোর ধারায় ভোগান্তি যে চরমে নিয়ে যায় যে, তা নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই। আর ঠিক এমন এক ভিডিও আপলোড করে, ট্যুইটারে রেলমন্ত্রীকে (Rail Minister) নিশানা করেছে কংগ্রেস (Congress)।

  






 মূলত ওই ভিডিতে স্পষ্ট ফুটে উঠেছে, মুম্বই-ইন্দোর অবন্তিকা এক্সপ্রেসের এসি কামরার ছাদ ভেদ করে ভিতরে পড়ছে বৃষ্টির জল। সামনে বসে থাকা এক যাত্রীকে দেখা গিয়েছে ভিডিওতে। যিনি রীতিমত সমস্যায় পড়েছেন। বৃষ্টি থেকে বাঁচতে এক কোণায় গিয়ে বসেছেন। কারণ একে এসি কামরা, তার উপর বৃষ্টি জল পড়ে শরীর খারাপ হওয়ার একটা আশঙ্কায় ভুগছেন অনেকেই। গোটা কামরায় গড়িয়ে পড়েছে সেই জল। স্বাভাবিকভাবেই এই ভিডিও প্রকাশ্যে আসতেই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আরও অনেকেই এই ভিডিও ইতিমধ্যেই শেয়ার করেছে। 


এদিকে মুম্বইয়ে গত শুক্রবার থেকেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। আর সেই বৃষ্টির মাঝেই অঘটন বাতানুকূল কামরাতেও। যদিও এর আগেই হলুদ সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। প্রতিবছরই বৃষ্টিতে একাকার অবস্থা হয় ফিল্ম নগরীতে। রেল লাইনে জল জমা থেকে যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতেও জল জমে। সেসব তো আছেই, তবে এবার সব ধাপ পেরিয়ে এই ঘটনায় রেলমন্ত্রকের দিকেই আঙুল তুলল কংগ্রেস।


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ? 


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


অপরদিকে, তার উপর বছর পার হলেই লোকসভা নির্বাচন। সদ্য হয়ে গিয়েছে, বিরোধীদের বৈঠক পাটনাতে। যেখানে ইতিমধ্যেই কেন্দ্রের বিজেপি সরকারকে জোর নিশানা করেছিলেন খোদ রাহুল গাঁধী। তিনি বলেছিলেন 'যে নীতি এবং আদর্শের ওপর ভারত দাঁড়িয়ে আছে তার ভিতে আক্রমণ চালাচ্ছে বিজেপি, আরএসএস', এটা আদর্শের লড়াই আর এখানে আমরা সবাই একসঙ্গে আছি'। তিনি আরও বলেছিলেন, 'আমাদের মধ্যে ছোটখাটো মতপার্থক্য থাকতেই পারে কিন্তু আমরা ঠিক করেছি যে আমরা একসঙ্গেই কাজ করব। আমাদের আদর্শকে আমরা রক্ষা করব। বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রক্রিয়া আজ শুরু হল এবং এটা আমরা এগিয়ে নিয়ে যাব।'