কলকাতা: অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সন্তানদের চিহ্নিত করতে এবার দিল্লির স্কুলগুলিকে নির্দেশিকা পাঠাল দিল্লি পুরসভা। কোনও অনুপ্রবেশকারীকে যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয়, তার জন্যেও নির্দেশিকা জারি করা হয়েছে। দিল্লিতে কয়েকদিন ধরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরপাকড় শুরু হয়েছে।
রাজধানী জুড়ে চলছে বেআইনি বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার কাজ। দিল্লি পুরসভা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জবরদখল হঠানোরও নির্দেশিকা জারি করা হয়েছে। এর পাশাপাশি, দিল্লির স্কুলগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করে রিপোর্ট জমা দিতে বলেছে দিল্লি পুরসভা। রিপোর্ট জমা দেওয়ার শেষ দিন ৩১ ডিসেম্বর।
অন্যদিকে, সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার একের পর এক ঘটনা সামনে আসছে। আন্তর্জাতিক মহলেও সেই নিয়ে সমালোচনা শুনতে হচ্ছে। দেশে ইসলামি কট্টরপন্থীদের বাড়বাড়ন্ত নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে সর্বত্র। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। তাঁর দাবি, বাংলাদেশে পায়ের নীচে মাটিই পাবে না ইসলামি কট্টরপন্থীরা। পাশাপাশি, ইউনূস জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচন হলেই নিজের পুরনো জীবনে, নিজের কাজে ফিরে যাবেন তিনি। (Muhammad Yunus)
আন্তর্জাতিক সংবাদমাধ্যম 'দ্য ইকনমিস্ট'কে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ইউনূস। সম্প্রতি 'দ্য ইকনমিস্ট' বাংলাদেশকে Country of the Year 2024 ঘোষণা করে। গত এক বছরে বাংলাদেশে বড় পরিবর্তন ঘটেছে বলে জানায় তারা। সেখানেই বাংলাদেশকে ঘিরে উদ্বেগ-আশঙ্কার জবাব দিলেন তিনি। (Bangladesh News)। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে বিভিন্ন মহল আশঙ্কা প্রকাশ করেছে। বাংলাদেশও ইসলামি কট্টরপন্থীদের আখড়া হয়ে উঠতে পারে বলে আশঙ্কা আমেরিকা এবং ভারতের মতো দেশের। সেই নিয়ে প্রশ্ন করলে ইউনূস বলেন, "আমি নিশ্চিতভাবে বলতে পারি, এমনটা হবে না। আমাদের যুবসমাজ খুবই উদ্যমী। ধর্ম নিয়ে তাদের অবস্থান নিরপেক্ষ। ওরা নতুন বাংলাদেশ গড়তে চায়। যুবসমাজই পারে পৃথিবীতে বদল আনতে।"
সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকেই বাংলাদেশে গণবিপ্লব মাথাচাড়া দেয়। বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। ইউনূসের দাবি, সেই ঝড়ঝাপটা কাটিয়ে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে দেশের যুবসমাজ। বিশেষ করে মেয়েদের ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। ইউনূসের কথায়, "যুবসমাজ কতটা শক্তিশালী, বাংলাদেশই তার উদাহরণ। যুবসমাজকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। বিশেষ করে মেয়েদের। বাংলাদেশের বিপ্লবে অল্পবয়সি মেয়েদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।