Crime News : হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই প্রকাশিত ঘৃণ্য চেহারা ! স্বামীকে শ্রীঘরে পাঠালেন স্ত্রীই
পরপর মহিলার সঙ্গে সম্পর্ক, ব্ল্যাকমেল ! স্বামীর হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই প্রকাশিত ঘৃণ্য চেহারা ! স্বামীকে শ্রীঘরে পাঠালেন স্ত্রীই

অন্যের ফোন ঘাঁটার স্বভাবকে নিন্দার চোখেই দেখা হয়। আর স্বামী বা স্ত্রী না-জানিয়ে অন্যের ফোন দেখার অভ্যেসকেও ভাল বলে মনে করা হয় না। কিন্তু এক্ষেত্রে স্বামীর হোয়াটসঅ্যাপ ঘেঁটে স্ত্রী যা পেলেন , তাতে রক্ষা পেলেন আরও কয়েকজন মহিলা। স্বামীর হোয়াটসঅ্যাপ ঘাঁটতেই বেরিয়ে এল বিস্ফোরক সব তথ্য। নাগপুরের ২৪ বছর বয়সী এক মহিলা তাঁর স্বামীর হোয়াটসঅ্যাপ হ্যাক করে যা পেলেন, তাতে তাঁর চক্ষু চড়কগাছ। বেরিয়ে এল স্বামীর একের পর এক কেলেঙ্কারি। বিভিন্ন মহিলাকে ঠকানোর তথ্য !
ঘটনাটি নাগপুরের। স্বামীর মোবাইল ফোন ঘেঁটে স্ত্রী দেখেন, তিনি বিভিন্ন মহিলাকে যৌন নির্যাতন করতেল। তারপর ব্ল্যাকমেল করে টাকা আদায় করতেন বলে অভিযোগ। কিন্তু হঠাৎ করে স্বামীর হোয়াটসঅ্যাপ কেনই বা হ্যাক করতে গেলেন তিনি? ইন্ডিয়া টুডে-য় প্রকাশ, বহুদিন ধরেই স্বামীর অত্যাচারের শিকার ওই মহিলাও। সম্প্রতি থানায় অভিযোগও জানিয়েছিলেন। শুধু শারীরিক নির্যাতন নয়,অস্বাভাবিক যৌন চাহিদা ছল স্বামীর। স্ত্রীকে দিয়ে পর্নোগ্রাফির কায়দায় যৌন কাজকর্ম করাতে বাধ্য করতেন স্বামী। তাই স্বামীর উপর সন্দেহ ছিলই স্ত্রীর। তাই একদিন তাঁর ফোন হ্যাক করতেই বেরিয়ে আসে বিস্ফোরক সব ছবি আর তথ্য। তিনি ছাড়াও স্বামীর একাধিক সঙ্গী রয়েছে। বহু মহিলার সঙ্গে তিনি একসঙ্গে সম্পর্ক রাখেন। তারপর ব্ল্যাকমেল করে আদায় করেন টাকা। জানতে পারেন, স্বামীর এই বিকৃত মানসিকতা ও ঠকানোর শিকার আরেকটি অল্পবয়সী মেয়েও। ফোন থেকে স্বামীর সঙ্গে অন্য মহিলাদের আপত্তিকর অবস্থায় ছবিও পান স্ত্রী।
ইন্ডিয়া টুডে-তে প্রকাশ, স্বামীর চ্যাট দেখে স্ত্রী জানতে পারেন, অন্য মহিলাদের কাছে নিজেকে অবিবাহিত বলেই দাবি করতেন তিনি। তারপর তাঁদের সঙ্গে ঘনিষ্ঠতা করার পর শুরু করতেন ব্ল্যাকমেল । অন্তরঙ্গ অবস্থার ভিডিও দেখিয়ে ভয় দেখাতেন স্বামী। মোবাইল দেখে স্বামীর বিকৃত মানসিকতার শিকার কয়েকজনের সঙ্গে যোগাযোগও করেন তিনি। তারপর নিজের পরিচয় দিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করতে বলেন। অবশেষে বছর ১৯ এর একটি মেয়ে থানায় যৌন নির্যাতনের অভিযোগও করে। সেই মহিলার কাছে অভিযুক্ত নিজেকে সাহিল শর্মা বলে পরিচয় দিয়েছিলেন বলে অভিযোগ। বিয়ে বা সন্তানের কথাও লুকিয়ে সম্পর্ক স্থাপন করেন। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিভিন্ন ধারায় ধর্ষণ, পরিচয়, ধর্মীয় বিশ্বাস এবং নাম গোপন করে সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেল এবং তোলাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
