নয়াদিল্লি: ইতালিতে চলছে জি ৭ সম্মেলন। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের সমাগমে জি-৭ চাঁদের হাট। আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তাঁদের দু-হাত জোড় করে স্বাগত জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি । তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম বিদেশ সফরে নরেন্দ্র মোদি ( Narendra Modi ) , জর্জিয়া মেলোনির ( Georgia Meloni ) আমন্ত্রণে। এই বৈঠকে যোগ দেওয়া কূটনৈতিক দিক থেকে বেশ গুরুত্ববহ। সুনাক,ম্যাক্রোঁ,জেলেনস্কির সঙ্গে একাধিক ছবি শেয়ার করেছেন মোদি। কিন্তু তারই মধ্যে ইন্টারনেটে ঝড় তুলেছে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সেলফি।
নরেন্দ্র মোদির সঙ্গে জর্জিয়া মেলোনি আগেও ছবি পোস্ট করে ছিলেন হ্যাশট্যাগ মেলোডি দিয়ে। আর এবার তো সরাসরি বললেন, হেলো ফ্রম মেলোডি টিম। ১৩ থেকে ১৫ জুন পর্যন্ত চলল এই সম্মেলন। ১৪ জুন সেখানে পৌঁছন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। সাক্ষাৎ হয় ঋষি সুনাকের সঙ্গেও । স্মিত হাস্যে ছবি পোস্ট করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও। আর একাধিক ছবি পোস্ট করেন মেলোনির সঙ্গেও।
এর আগে গত বছর দুবাইতে COP28 জলবায়ু সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি তুলে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি । লেখেন, '#Melodi'। এবারও সেই 'মেলোডি' শব্দই ব্যবহার করলেন তিনি।
ভারত G7 এর সদস্য নয়, তবে প্রধানমন্ত্রী মেলোনির আমন্ত্রণে মোদি এই সম্মেলনে যোগ দিয়েছেন। জি৭ এ ‘আউটরিচ দেশ’ হিসাবে যোগ দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করার পর মোদির প্রথম বিদেশ সফর মেলোনির আমন্ত্রণেই। জি সেভেন সামিটে মেলোনি আমন্ত্রিত দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে করমর্দন না করে নমস্তে সম্ভাসনে স্বাগত জানান।
৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশিত হওয়ার পরই মোদিকে জয়ের জন্য শুভেচ্ছা জানান ইতালির প্রধানমন্ত্রী মেলোনি । এক্স হ্যান্ডেলে জর্জিয়া মেলোনি লেখেন, 'অভিনন্দন নরেন্দ্র মোদি। এই নির্বাচনে জয় এবং ভাল কাজের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। আমি নিশ্চিত যে, আমরা একযোগে ইতালি ও ভারতের বন্ধুত্বকে আরও শক্তিশালী করব এবং আমাদের দেশ ও জনগণের মঙ্গলের জন্য একসঙ্গে কাজ চালিয়ে যাব'।
আরও পড়ুন:
তৃণমূলের পরই উপনির্বাচনের জন্য ৪ প্রার্থীর নাম ঘোষণা বাম কংগ্রেস জোটের, তালিকায় কারা?