Skin Cancer Signs: দেখতে ছোট্ট একটা আঁচিল।‌ ব্যথা বেদনা নেই বলে ওটিকে অনেকে পাত্তাও দেন না। কিন্তু এই আঁচিলই বড়সড় বিপদের কারণ হতে পারে। ঘটাতে পারে ক্যানসারের মতো বড় রোগ। শুনতে কিছুটা অবাক লাগলেও সত্যি। বরং আঁচিলের কিছু অদলবদলকে ক্যানসারের লক্ষণ বলা যায়। সম্প্রতি আমেরিকান পপসঙ্গীত গায়ক কেলভিন জোনাস নিজের স্কিন ক্যানসারের (Skin Cancer) কথা তাঁর সমাজমাধ্য়মে সকলের সঙ্গে ভাগ করে নেন। তাঁকে ক্যানসারের জন্য অস্ত্রোপচার করতে হয়। সেই কথাও জানিয়েছেন তিনি। আর এই স্কিন ক্যানসারের সঙ্গেই জড়িত রয়েছে আঁচিল।


আঁচিলেই ক্যানসারের সূত্র


ত্বকের ক্যানসারের পিছনে আঁচিলের দায় একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ইদানিংকালে এই ব্যাপারে সতর্ক করছেন চিকিৎসকরা। বেশ কিছু গবেষণায় উঠে এসেছে এই প্রসঙ্গ। দেখা গিয়েছে, স্কিন ক্যানসার (Skin Cancer Symptoms) হলে আঁচিলের আকার আয়তনে কিছু বদল আসে। এই বদলগুলিকেই উপেক্ষা করে যান অনেকে। ফলে অজান্তেই বাড়তে থাকে প্রাণের ঝুঁকি। 


কী পরামর্শ চিকিৎসকদের


গুরুগাঁওয়ের মেডিকেল অঙ্কোলজির বিশেষজ্ঞ চিকিৎসক পূজা বব্বর সংবাদমাধ্যম আইএএনএস-কে জানালেন কীভাবে আঁচিল ত্বকের ক্যান্সারের কারণ হয়ে উঠতে পারে। তিনি আঁচিলের (Mole Skin Cancer Signs) কিছু গঠনগত পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন সকলকে। তাঁর কথায় এই বদলগুলি মেলানোমা নামের একটি বিশেষ ক্যানসারের লক্ষণ হতে পারে। মেলানোমা ত্বকের ক্যানসার। এই ক্যানসার প্রাথমিক পর্যায়ে খুব দ্রুত বাড়তে থাকে। আর সেই সময়েই দেখা যায় আঁচিলের মধ্যে কিছু বদল। পরবর্তী ধাপগুলিতে মেলানোমা ক্যানসারের লক্ষণগুলি ততটা চোখে পড়ে না। ফলে কেউ ক্যানসার রোগের কথা আন্দাজ   করতে পারেন না। 


কোন কোন লক্ষণ দেখে সতর্ক হওয়া জরুরি ?


চিকিৎসক পূজা বব্বরের কথায় —



  • আকারে বদল।

  • আয়তন পেনসিলের বেধের থেকে বেশি বেড়ে গেল কি না।

  • আঁচিলের রঙে বদল।

  • গঠনগত বদল অর্থাৎ আগের থেকে বেশি ফুলে উঠেছে বা বসে গিয়েছে কি না।

  • আঁচিলের ত্বকের কোনও বদল ইত্যাদি।


আঁচিলের এই বদল দেখা গেলে কী করণীয়


চিকিৎসকদের কথায়, এমন অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে সকলকে। আঁচিলের এই বদলকে মোটেই ছোট করে দেখা যাবে না। চিকিৎসক মনে করলে ক্যানসারের জন্য বিশেষ বায়োপ্সি পরীক্ষা করাতে দিতে পারেন।


ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।


আরও পড়ুন - Lychee Seeds Risk: লিচু বীজের সত্যিই অনেক গুণ ? খাওয়ার আগে জেনে নিন এই ক্ষতিকর দিকগুলি


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।