Narendra Modi: আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, দেশবাসীকে শুভেচ্ছাবার্তা মোদির
Independence Day 2022: কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক-- আলোয় ভাসছে রাজধানী দিল্লি। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’।
নয়া দিল্লি: ১৯৪৭ থেকে ২০২২। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ৭৬ তম ১৫ অগাস্ট। স্বাধীনতা সংগ্রামীদের রক্ত বিফলে না যাওয়ার ১৫ অগাস্ট। দেশের মাটির অধিকার ফিরে পাওয়ার সেই দিন। হাজার অপমান, অত্যাচারের পর স্বাধীনতা সংগ্রামীদের রক্তক্ষয়ী সংগ্রামে মর্যাদা ছিনিয়ে আনার সেই লড়াইয়ের পর পেরিয়ে আসা ৭৫ বছর। কুতুব মিনার থেকে রাষ্ট্রপতি ভবন। সংসদ ভবন থেকে নর্থ ব্লক-- আলোয় ভাসছে রাজধানী দিল্লি। দেশজুড়ে পালিত হচ্ছে, ‘আজাদি কা অমৃত মহোৎসব’। এদিন সকালেই দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ।
ট্যুইটে তিনি লেখেন, "দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।"
देशवासियों को #स्वतंत्रतादिवस की हार्दिक शुभकामनाएं। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) August 15, 2022
Greetings on this very special Independence Day. Jai Hind! #Iday2022
আরও পড়ূন, স্বাধীনতার ৭৫ বছর পূর্তি, আলোর মালায় সেজেছে কলকাতা
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই মহড়া চলছে লালকেল্লায় । আজ, সেখান থেকেই পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভাষণ দেবেন তিনি । দিল্লীর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের পরে মোদির ভাষণ শুরু হতে পারে সকাল ৭.৩০ নাগাদ। স্বাধীনতা দিবস উদযাপন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের জন্য নিরাপত্তা ব্যবস্থার কারণে দিল্লি পুলিশ লাল কেল্লার কাছে বেশ কয়েকটি ট্র্যাফিক বিধিনিষেধ ঘোষণা করেছে।
আগ্রার তাজমহল ব্যতীত দেশের সমস্ত ঐতিহাসিক নিদর্শন অমৃত মহোৎসবের সময় তেরঙা আলোয় সজ্জিত করা হয়েছে। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে দেশ শুরু হয়েছে '‘আজাদি কা অমৃত মহোৎসব’। এই উপলক্ষে গত ২ অগাস্ট নিজের সোশ্যাল মিডিয়ার নিজের ছবি বদলে জাতীয় পতাকার ছবি রাখেন নরেন্দ্র মোদি। ৭৫ তম স্বাধীনতা দিবসকে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার জন্য কিছু বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন তিনি। এই উপলক্ষেই আয়োজিত হয় প্রধানমন্ত্রীর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে সমগ্র দেশবাসীকে আসন্ন স্বাধীনতা দিবসের দিন প্রতিটি বাড়িতে পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানান মোদি। তারই অঙ্গ হিসেবে দেশের অন্যান্য পোস্ট অফিস থেকেও জনসাধারণের জন্য ন্যায্যমূল্যে বিক্রি করা হচ্ছে জাতীয় পতাকা।