আত্মীয়র হাতে ‘ধর্ষিত’ ১০ মাসের শিশুকন্যা
জামনগর: পরিবারের সদস্যের হাতেই যৌন-নিপীড়নের শিকার হল দশমাসের এক শিশুকন্যা! মর্মান্তিক ও ন্যক্কারজনক এই ঘটনা ঘটেছে গুজরাতের জামনগরে।
খবরে প্রকাশ, গতকাল রাতে লালপুর মহকুমার অন্তর্গত কানালুস গ্রামে ওই দুধের শিশুর ওপর যৌন নিগ্রহের অভিযোগ ওঠে জনৈক মুকেশ ঠাকুরের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত শিশুর বাবার সম্পর্কে ভাইপো।
মেঘপার পুলিশ স্টেশনের এসআই নাসির রায়মা জানান, গতরাতে খেলার অছিলায় শিশুটিকে বাড়ির বাইরে নিয়ে যায় মুকেশ। দশ মিনিট পর, সে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে তড়িঘড়ি বেরিয়ে যায়।
শিশুর মা দেখেন, তাঁর কন্যা কাঁদছে। পরে পরীক্ষা করে দেখা যায়, তার পরনের ফ্রকে রক্তের দাগ লেগে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে জামনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, বর্তমানে সে সুস্থ রয়েছে।
এরপরই, মুকেশের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন শিশুর বাবা-মা। তার বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতন (পকসো) আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ।