এক্সপ্লোর
Advertisement
দেহ ব্যবসায় নামানোর ছক? ৩ বাংলাদেশির ১০ বছর সশ্রম কারাদণ্ড
থানে: নারী পাচার মামলায় ৩ বাংলাদেশি নাগরিককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল মহারাষ্ট্রের থানের একটি আদালত। অভিযুক্তদের নাম আবদুল ওরফে আফজল শেখ ওরফে গফফর সফিউদ্দিন শেখ, তার স্ত্রী শিবালি ওরফে সঙ্গীতা আবদুল শেখ ও সঙ্গীতার বোন নার্গিস আবদুল হাসান মণ্ডল। ২০১২ সাল থেকে তাদের বিরুদ্ধে মানব পাচারের বিভিন্ন ধারায় মামলা চলছিল।
এই ৩ অপরাধীকে থানের এক হোটেল থেকে ২০১২-র ২১ অগাস্ট গ্রেফতার করে পুলিশ। উদ্ধার করা হয় ২ নাবালিকা সহ ৫ জনকে। সে সময় হোটেলে বসে ওই ৫ জনকে দেহ ব্যবসায় নামানোর ছক কষছিল তারা। পুলিশ আগ্রহী খদ্দেরের ছদ্মবেশে তাদের একজনকে হোটেলে পাঠায় ও হাতে নাতে গ্রেফতার করে ওই ৩ জনকে।
আদালত জানিয়েছে, দেহ ব্যবসায় নামানোর জন্য ২ নাবালিকা সহ ওই ৫ মহিলাকে অপরাধীরা বাংলাদেশ থেকে এনেছিল। এ জন্য টাকাও নিয়েছিল তারা। জেলবন্দি দম্পতির ১১ বছরের ছেলেকে আগেই হোমে পাঠানো হয়েছিল। সেখানেই তাকে রাখার জন্য আদালত নির্দেশ দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
আন্তর্জাতিক
Advertisement