এক্সপ্লোর
স্কুলে প্রাতঃরাশ খেয়ে অসুস্থ ৪৮ পড়ুয়া
কুমারামভীম: রবিবার সকালে কস্তুরবা গাঁধী বিদ্যালয়ের পড়ুয়ারা অন্যদিনের মতোই সেদিনও সকালে স্কুলে প্রাতঃরাশ করে। কিন্তু আচমকাই ওই প্রাতঃরাশ খাওয়ার পর থেকে অসুস্থবোধ করতে থাকে ওই পড়ুয়ারা। পরে তাদের এলাকার স্থানীয় সরকারি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় শিরপুর টাউনের সরকারি হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটেছে আসিফাবাদ জেলার কৌটালা মণ্ডলে।
প্রাতঃরাশ খাওয়ার পরই পেটে অসম্ভব যন্ত্রণা শুরু হয় পড়ুয়াদের। তারপর কিছুক্ষণের মধ্যে থেকেই বমি করতে থাকে তারা। অপরিশোধিত পানীয় জল এবং খারাপ মানের খাবারের জন্যে সম্ভবত অসুস্থ হয়ে পড়েছে পড়ুয়ারা, প্রাথমিক তদন্তে অনুমান।
স্থানীয় জেলা এডুকেশন আধিকারিক এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। যাদের জন্যে পড়ুয়াদের এই হাল, সেই সমস্ত কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement