এক্সপ্লোর
Advertisement
অবশেষে ঝাড়খন্ডে গণপিটুনিতে দোষীদের মালা পরানোয় দুঃখ প্রকাশ কেন্দ্রীয় মন্ত্রীর
নয়াদিল্লি: ঝাড়খন্ডে স্বঘোষিত গোরক্ষকদের গণপিটুনিতে হত্যার মামলায় দোষী সাব্যস্ত আটজনকে মালা পরিয়ে বিতর্কে জড়ানোর পর অবশেষে দুঃখ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা। বিরোধী দলগুলি তাঁর তীব্র সমালোচনা করেছে ইতিমধ্যেই। তাঁর হার্ভার্ডের প্রাক্তনীর মর্যাদা প্রত্যাহারের দাবিতে পিটিশনে সই সংগ্রহও হয়েছে।
সপ্তাহখানেকের মাথায় তিনি দোষীরা সাজা পাবে বলে ফের জানিয়েছেন। গত বছর ২৯ জুন আলিমুদ্দিন নামে এক মাংস ব্যবসায়ীকে গাড়িতে গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে বাজার তান্ড এলাকায় পিটিয়ে মারে উন্মত্ত জনতা। সেই ঘটনায় দোষী ঘোষিত আটজন গত সপ্তাহে জামিনে জেল থেকে বেরনোর পর তাদের স্বাগত জানান তিনি। কংগ্রেস তাঁর ইস্তফা চাওয়ার পাশাপাশি বলেছে, বিজেপি গণপিটুনির মতো অপরাধে অভিযুক্ত ও দোষীদের পরোক্ষে সমর্থন করছে, এই ধারণাই জোরদার হয়েছে ওনার আচরণে।
I have earlier also said that law will take its own course. Guilty will be punished & innocent will be spared. If by garlanding those men (Ramgarh lynching case convicts) an impression has gone out that I support such vigilantism then I express regret: Union Minister Jayant Sinha pic.twitter.com/vHEtqhRg8n
— ANI (@ANI) July 11, 2018
তবে এদিন তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, আইন তার নিজের পথে চলবে। অপরাধী সাজা পাবে, নির্দোষ রেহাই পাবে। আমি রামগড় গণপিটুনি মামলার দোষী ঘোষিতদের মালা পরানোয় যদি এই ধারণা ছড়িয়ে থাকে যে, আমি এ ধরনের নজরদারি, অতি সক্রিয়তা সমর্থন করি, তাহলে আমি দুঃখ প্রকাশ করছি।
নানা মহলের নিন্দার জবাবে তিনি আগে জানিয়েছিলেন, তিনি দ্বিধাহীন ভাষায় সব ধরনের হিংসার নিন্দা ও যে কোনও ধরনের নজরদারি প্রত্যাখ্যান করছেন, বৈধ আইনি প্রক্রিয়াকে সম্মান জানাতেও দায়বদ্ধ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement