এক্সপ্লোর
১ মাস পশুদের খাবার জলের ট্যাঙ্ক ভরতে হবে! অভিযুক্তের জামিনের শর্ত

ফাইল চিত্র।
কোয়েম্বাটুর: হরিনের মাংস রাখার অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আন্নুরের কাছের গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছিল জনৈক সেলভারাজকে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে সেলভারাজকে সেন্ট্রাল জেলে পাঠানোর নির্দেশ দেন তিনি। শুক্রবার সেলভারাজের জামিন মঞ্জুর করে কোর্ট। তবে শর্ত একটাই, এক মাস তাকে জন্তু-জানোয়ারদের জলের ট্যাঙ্কে জল ভরতে হবে। এদিকে জামিন মঞ্জুর করার ক্ষেত্রে এমনই 'অদ্ভূত' শর্ত দিয়েছে আরিয়ালুরের এক আদালত। একটি মামলার অভিযুক্তকে বলা হয়েছে, ১০০টি ইকো-সিস্টেমের পক্ষে বিপজ্জনক 'সীমা কারুভেলম' গাছ কাটতে হবে তাকে, তবেই মিলবে জামিন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















