ট্রেন্ডিং

অপহৃত বাবার ক্ষতবিক্ষত দেহ ফিরেছিল, ভাই বাঁচে প্রাণের জোরে, বালুচিস্তান মেয়ে মাহরাং বন্দি পাকিস্তানের ‘টর্চার সেলে’

চাকরিহারা শিক্ষকদের আন্দোলনকে 'নাটক' বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম

মহাকাশে বরফের আলপনা? মধ্যিখানে নবীন সূর্য, ছবি তুলল James Webb Telescope

বাংলাদেশি নাগরিক মুর্শিদাবাদের মাদ্রাসা শিক্ষক, পাচ্ছিলেন ইমামভাতাও? ফের কাঁটাতার পেরোতে গিয়ে গ্রেফতার

'আল্লাহ যেন পাকিস্তানের লেজ সোজা করে দেন' হজযাত্রীদের প্রার্থনা করতে বললেন ওয়াইসি
‘৭১-এর বাংলাদেশ হওয়ার দিকে এগোচ্ছে বালুচিস্তান’, ভারতের সাহায্য প্রয়োজন? সংগ্রামী নেতা বললেন…
হেগড়ের মন্তব্য নিয়ে উত্তাল লোকসভা, ‘রাবণ কে অউলাদ’-রা মহাত্মা গাঁধীকে গালি দিচ্ছে, তোপ অধীরের
মহাত্মা গাঁধী সম্পর্কে বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তপ্ত হয়ে উঠল লোকসভার বাজেট অধিবেশন। লোকসভায় কংগ্রেস দল নেতা অধীর চৌধুরী গাঁধীজীকে যাঁরা গালি দেন, তাঁদের ‘রাবন কে অউলাদ’ (রাবনের বংশধর) বলে তোপ দাগেন।
Continues below advertisement

নয়াদিল্লি: মহাত্মা গাঁধী সম্পর্কে বিজেপি সাংসদ অনন্তকুমার হেগড়ের বিতর্কিত মন্তব্য নিয়ে উত্তপ্ত হয়ে উঠল লোকসভার বাজেট অধিবেশন। এই ইস্যুতে এদিন লোকসভায় ওয়াক আউটও করলেন কংগ্রেস সদস্যরা। লোকসভায় কংগ্রেস দল নেতা অধীর চৌধুরী গাঁধীজীকে যাঁরা গালি দেন, তাঁদের ‘রাবন কে অউলাদ’ (রাবনের বংশধর) বলে তোপ দাগেন। বাজেট অধিবেশনের চতুর্থ দিন অধীর বলেন, এই সব লোক রামের পূজারীকে অপমান করছেন। উল্লেখ্য, কর্ণাটকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হেগড়ে মহাত্মা গাঁধীর নেতৃত্বাধীন আন্দোলনকে ‘নাটক’ বলে মন্তব্য করেছিলেন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে অধীর বলেন, ‘আজ এরা মহাত্মা গাঁধীকে গালি দিচ্ছে। এরা রাবণের বংশধর। রামের পূজারীকে অপমান করছে’।
পাল্টা কেন্দ্রীয়মন্ত্রী প্রহ্লাদ জোশি দাবি করেন, বিজেপির লোকজনই প্রকৃত মহাত্মা গাঁধীর অনুগামী। এইসব লোকজন সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর মতো ‘নকলি গাঁধী’-র অনুগামী।
এর আগে এদিন গাঁধীজী সম্পর্কে হেগড়ের বিতর্কিত মন্তব্য নিয়ে লোকসভায় কংগ্রেস সহ আরও কয়েকটি বিরোধী দলের সদস্যরা বিক্ষোভ দেখান। বিরোধী সাংসদদের বিক্ষোভের কারণে অধিবেশন শুরুর কয়েক মিনিটের মধ্যে দুপুর বারোটা পর্যন্ত স্থগিত হয়ে যায়।
উল্লেখ্য, হেগড়ে ব্যাঙ্গালোরে এক অনুষ্ঠানে বলেছিলেন যে, স্বাধীনতা সংগ্রাম ‘ইংরেজদের সম্মতি ও সমর্থনে’ পরিচালিত হয়েছিল। তিনি আরও দাবি করেছিলেন, মহাত্মা গাঁধীর নেতৃত্বাধীন স্বাধীনতা সংগ্রাম ছিল ‘নাটক’।
এদিন লোকসভার অধিবেশন শুরু হওয়ার পরই কংগ্রেস, ডিএমকে ও এনসিপি সদস্যরা আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হেগড়ের বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ উত্থাপন করেন এবং ‘মহাত্মা গাঁধী অমর রহে স্লোগান’ দিতে থাকেন। হৈহট্টগোলের মধ্যে অধ্যক্ষ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিতে চান এবং আপনারা আলোচনা করুন। লোকসভায় মঙ্গলবার নাগরিক পঞ্জি সংক্রান্ত প্রশ্ন তালিকাভূক্ত ছিল। সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীও। কিন্তু হৈহট্টগোল না থামায় অধিবেশন দুপুর ১২ টা পর্যন্ত স্থগিত করে দিতে হয়।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে