এক্সপ্লোর
Advertisement
ভারতের সার্জিক্যাল স্ট্রাইককে সমর্থন আফগানিস্তানের
নয়াদিল্লি: বুধবার রাতে পাক-অধিকৃত কাশ্মীরে জঙ্গিদমন করতে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছে ভারতীয় জওয়ানরা, তাকে সমর্থন করল আফগানিস্তান।
ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত শাইদা আবদালি জানান, অন্যদের (পাকিস্তানের) মতো, তাঁর দেশ জঙ্গিদের মধ্যে ভাল-মন্দ বিচার করে না। আফগানিস্তান সেইসব সংগঠনের বিরুদ্ধে যারা বিশ্বের যে কোনও দেশকে হুমকি দেয়।
পাক-অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, আমরা আশা করি কোনও দেশ নিজেদের ভূমিকে অন্য দেশে হামলা চালানোর জন্য সন্ত্রাসের বিচরণক্ষেত্র করে তুলবে না।
তিনি যোগ করেন, যদি সেরকম ঘটে এবং তার বিরুদ্ধে কোনও ব্যবস্থাগ্রহণ না করা হয়, তাহলে আত্মরক্ষার্থে সেইসব জঙ্গির বিরুদ্ধে এধরনের অভিযান করতে হবে।
আবদালি জানান, এটাই সময় যখন কঠোর সিদ্ধান্ত নিতে হবে। বহুক্ষেত্রে তা ঝুঁকিপূর্ণ হলেও, সন্ত্রাস রোধে সেগুলি নিতেই হয়। তাঁর মতে, এধরনের সিদ্ধান্তের কিছু মূল্য দিতে হয়। তবে, ক্রমাগত সন্ত্রাস বন্ধ করতে তা গ্রহণযোগ্য।
এখানে বলে রাখা প্রয়োজন, উরিকাণ্ডের জেরে যখন পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা সার্ক সম্মেলন বয়কটের ডাক দেয় ভারত, তখন তাদের সমর্থন করে পাশ দাঁড়ায় আফগানিস্তান।
প্রসঙ্গত, বুধবার রাতে পাক-অধিকৃত কাশ্মীরে ঢুকে সেখানে সাতটি জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনার প্রায় ১০০ জন স্পেশাল ফোর্সের কম্যান্ডোরা। ওই অভিযানে খতম হয় ৩৮ জঙ্গি ও তাদের হ্যান্ডলার এবং গাইডরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement