এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানে ফের অশান্তির আশঙ্কা, বালুচিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের পর এবার সিন্ধু প্রদেশে ‘আজাদি’-র দাবি
নয়াদিল্লি: প্যান্ডোরার বাক্স খুলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের মানুষের অধিকারের পক্ষে মুখ খোলার পর পাকিস্তানের দিকে দিকে স্বাধীনতার দাবি উঠেছে। গিলগিট, পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তানের পর এবার আজাদির দাবিতে পথে নেমেছেন সিন্ধু প্রদেশের মানুষ। পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথক 'সিন্ধুদেশ' চাইছেন তাঁরা। সিন্ধি ও বালুচ নেতারা সোমবার লন্ডনে চিনা দূতাবাসের বাইরে চায়না- পাকিস্তান ইকনমিক করিডোরের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। সমাবেশ থেকে নরেন্দ্র মোদীর প্রশংসা করে স্লোগানও উঠেছে।
WATCH: After Gilgit, PoK and Balochistan now 'azaadi' slogans in Sindh (Pakistan), demanding separate 'Sindhudesh'https://t.co/PF01J8xDcL
— ANI (@ANI_news) August 29, 2016
WATCH: After Gilgit, PoK and Balochistan now 'azaadi' slogans in Sindh (Pakistan), demanding separate 'Sindhudesh'https://t.co/PF01J8xDcL
— ANI (@ANI_news) August 29, 2016
বালুচিস্তান নিয়ে মাথা না ঘামানোর জন্য পরোক্ষে ভারতকে সাবধান করেছে চিনা নেতৃত্ব। জবাবে সিন্ধি নেতারা চিনকে বলেছেন, তাঁদের স্বাধীনতা আন্দোলন থেকে দূরে থাকতে। চায়না- পাকিস্তান ইকনমিক করিডোর কোনওমতেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা। মিছিল থেকে স্লোগান উঠেছে, কদম বাড়াও মোদীজি, হাম তুমহারে সাথ হ্যায়। বিক্ষোভে সামিল হয় সিন্ধি বালুচ ফোরাম, ওয়ার্ল্ড সিন্ধি কংগ্রেস, বালুচ ন্যাশনাল মুভমেন্ট ও বালুচ রিপাবলিকান পার্টি সহ বেশ কয়েকটি সংগঠন।
স্বাধীনতা দিবসের ভাষণে প্রধানমন্ত্রী পাক অধিকৃত কাশ্মীর ও বালুচিস্তান প্রসঙ্গ তোলার পর তাঁকে ধন্যবাদ জানিয়েছে বালুচ রিপাবলিকান পার্টি। জয় হিন্দ স্লোগান তুলে তারা বুঝিয়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে অশান্ত এই এলাকা পাকিস্তানের নিষ্পেষণ থেকে যে কোনওভাবে মুক্তি চায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement