উত্তরপ্রদেশ: অখিলেশের ‘সমাজবাদী স্মার্টফোন প্রকল্প’ বাতিল করছেন আদিত্যনাথ?
লখনউ: পূর্বতন অখিলেশ যাদব সরকারের চালু করা ‘সমাজবাদী স্মার্টফোন যোজনা’ একপ্রকার খারিজ করে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন।
ক্ষমতায় থাকাকালীন উত্তরপ্রদেশবাসীকে নিখরচায় স্মার্টফোন দেওয়ার প্রকল্প চালু করেছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যে পালাবদলের পর থেকে এবার আগের সরকারের একাধিক প্রকল্পকে বাতিল ঘোষণা করেন বর্তমান মুখ্যমন্ত্রী।
সেই তালিকায় সর্বশেষ সংযোজন হতে পারে স্মার্টফোন প্রকল্পও। যদিও এই প্রসঙ্গে সরকারি ঘোষণা এখনও হয়নি, কিন্তু শীর্ষ আধিকারিকদের কথাতেই স্পষ্ট, সমাজবাদী পার্টির কোনও প্রকল্পকে চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই আদিত্যনাথ প্রশাসনের।
এদিন, উত্তরপ্রদেশের মুখ্যসচিব (তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স) সঞ্জীব সরণ জানান, এই প্রকল্প চালু রাখা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদিও, এই সিদ্ধান্তহীনতার নেপথ্যে কোন কারণ, তা সবিস্তারে জানান নি তিনি।
তবে, সরকারি সূত্রের মতে, এই প্রকল্প চালু রাখতে হলে রাজ্যের কোষাগারে প্রচুর চাপ বাড়বে। ইতিমধ্যেই, ওই প্রকল্পের জন্য রাজ্যের প্রায় ১.৪ কোটি মানুষ, যাঁদের অধিকাংশই যুবা, এই প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন।
প্রসঙ্গত, গতবছর এই প্রকল্প চালু করেছিলেন অখিলেশ যাদব। ভোট প্রক্রিয়া চালু হওয়ার পর গত জানুয়ারি মাসে নথিভুক্তিকরণের প্রক্রিয়া স্থগিত রাখে নির্বাচন কমিশন।