এক্সপ্লোর
Advertisement
বিয়ে করছেন কবে? যখন রাহুল গাঁধীকে প্রশ্ন করলেন বক্সার বিজেন্দ্র
নয়াদিল্লি: রাহুল গাঁধীকে যে প্রশ্নের মুখে নিয়মিত অবধারিতভাবে পড়তে হয় তা হল তাঁর বিয়ে সংক্রান্ত। ৪৭ বছরের এই রাজনীতিককে দেখা হলেই লোকে জানতে চান, তিনি বিয়ে করছেন কবে। এবার তাঁকে এই প্রশ্ন করলেন অলিম্পিক মেডেলজয়ী বক্সার বিজেন্দ্র কুমার।
এক বাণিজ্যিক সামিটে রাহুল আমন্ত্রিত ছিলেন, বিজেন্দ্রও। সেখানেই চ্যাম্পিয়ন বক্সার তাঁকে দুটি প্রশ্ন করেন। প্রথম প্রশ্ন, যদি প্রধানমন্ত্রী হন রাহুল, তিনি খেলাধুলোর জন্য কী করবেন। কারণ রাজনীতিকরা খেলা নিয়ে ভাবেন এমন নজির বিশেষ নেই।
জবাবে রাহুল বলেন, তিনি ব্যায়াম করেন, সাঁতার কাটেন, আইকিডোয় ব্ল্যাক বেল্ট। কিন্তু এ নিয়ে প্রকাশ্যে কথা বলেন না। প্রতিদিন ঘণ্টাখানেক কিছু না কিছু খেলাধুলো করেন তিনি। তবে শেষ ৩-৪ মাস সময় বার করতে পারেননি। বিজেন্দ্র তাঁর খেলাধুলো নিয়ে একটি ভিডিও বার করতে বলেন। রাহুলের জবাব, ঠিক আছে।
এবার বিজেন্দ্রর দ্বিতীয় প্রশ্ন। সকলে জানতে চায় রাহুল বিয়ে করবেন কবে। প্রধানমন্ত্রী হওয়ার পর কি? রাহুলের জবাব, এতো অনেক পুরনো প্রশ্ন। যখন হবে হবে, দেখা যাবে। তিনি ভাগ্যে বিশ্বাসী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement