এক্সপ্লোর
Advertisement
কাশ্মীরে যে কোনও মৃত্যুই দেশের ক্ষতি: মোদী
নয়াদিল্লি: 'মন কি বাত'-এ অশান্ত কাশ্মীর নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 'একতা', 'মমতা'-ই প্রাথমিক মন্ত্র, কাশ্মীর ইস্যুতে এমনই মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অশান্তির পরিবেশ তৈরি করতে যারা তাদের সন্তানদের জোর করে ঠেলে দিচ্ছে, তাদেরও একদিন সন্তানদের কাছে জবাবদিহি করত হবে।
মনের কথায় মোদী বলেন, বিক্ষোভরত যুবকই হোক, বা নিরাপত্তারক্ষী, কাশ্মীরে যে কারও মৃত্যুই আমাদের ক্ষতি, দেশের ক্ষতি। উপত্যার অশান্তির প্রসঙ্গ তুলে মোদী বলেন, কাশ্মীরে সমস্ত দলের সঙ্গে বৈঠকের সময় তিনি বলেছেন, একতা, মমতাই প্রাথমিক মন্ত্র। অশান্ত পরিবেশের মোকাবিলায় এই বোধ গড়ে তোলা প্রয়োজন। তিনি আরও বলেন, অশান্তি, বিক্ষোভের জন্য আজ যারা তাদের সরল সন্তানদের পাথর ছোঁড়ার জন্য ঠেলে দিচ্ছে, একদিন তাদেরই এর জবাবদিহি করতে হবে। উল্লেখ্য, গতকালই কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে আলোচনা হয় প্রধানমন্ত্রীর।
কাশ্মীর প্রসঙ্গ ছাড়া 'মন কি বাত'-এ জিএসটি বিল-এর প্রসঙ্গও তোলেন প্রধানমন্ত্রী।
এছাড়াও কিংবদন্তী হকি খেলোয়াড় মেজর ধ্যান চাঁদকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি। আগামীকাল ধ্যানচাঁদের জন্মদিন। 'জাতীয় ক্রীড়া দিবস' হিসেবে পালিত হবে দিনটি। দেশের জন্য তাঁর অবদানের কথা স্মরণ করেছেন তিনি।
মনের কথায় উঠে এসেছে রিও অলিম্পিকে দেশকে গর্বিত করেছে যে মেয়েরা, তাঁদের কথাও। মোদী বলেন, আমরা রিওতে মেডেল জিতেছি। মেয়েরা যে কোনও অংশে কম নয়, তা আরও একবার প্রমাণ করলেন তাঁরা। আমাদের উচিত তরুণ প্রজন্মকে আরও বেশি করে খেলায় উত্সাহিত করা। পিভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকারের পারফর্মান্সে উচ্ছ্বসিত মোদী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement