এক্সপ্লোর
লখনউয়ের সাংবাদিক আবিদ আলির ওপর হামলা দুষ্কৃতীদের, গুলি ছুঁড়ে উদ্ধারকর্ত্রী স্ত্রী

লখনউ: উত্তর প্রদেশের লখনউয়ে সাংবাদিক আবিদ আলির ওপর প্রাণঘাতী হামলা চালাল দুষ্কৃতীরা। কিন্তু সুবিধে করতে পারেনি তারা। পরিস্থিতি দেখে রিভলবার হাতে ছুটে বেরিয়ে আসেন আক্রান্ত সাংবাদিকের স্ত্রী। তাঁর রুদ্রমূর্তি দেখে দুষ্কৃতীরা মানে মানে চম্পট দেয়। জানা যাচ্ছে, ৫-৬ জন দুষ্কৃতী এসে বাড়ির বেল বাজায়। সিসিটিভিতে ধরা পড়েছে, আবিদ আলি বেরিয়ে এলে তাঁকে মারধর শুরু করে তারা। লাঠি দিয়েও হামলা চলে। ঠিক সে সময় বেরিয়ে আসেন আবিদ আলির স্ত্রী, যিনি পেশায় আইনজীবী। লাইসেন্সপ্রাপ্ত রিভলভার থেকে গুলি চালাতে শুরু করেন তিনি। দুষ্কৃতীরা তখনই চম্পট দেয়। দেখুন সেই ভিডিও
জানা গিয়েছে, একটি জমি নিয়ে বিতর্কের জেরে আবিদের ওপর এই হামলা। পুলিশ মামলা রুজু করেছে, অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















