এক্সপ্লোর
Advertisement
গাড়ি ছেড়ে কাদা রাস্তায় নামতে হল, সরকারি আধিকারিকদের ধমক আজম খানের
লখনউ: বিধানসভা নির্বাচনে জয়ের শংসাপত্র আনতে যাওয়ার সময় কাদা রাস্তায় গাড়ি আটকে গিয়েছিল। ফলে গাড়ি থেকে নেমে কাদা, নোংরা রাস্তা দিয়েই হেঁটে যেতে হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী আজম খানকে। এর জন্য দুই সরকারি আধিকারিককে ধমক দেন সমাজবাদী পার্টির এই দাপুটে নেতা। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশে নতুন সরকার শপথগ্রহণ না করা পর্যন্ত তিনি মন্ত্রীর পদে আছেন। ফলে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা তাঁর আছে। এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
৯ বারের বিধায়ক আজম খান এবারও রামপুর কেন্দ্র থেকে জিতেছেন। ১১ তারিখ নির্বাচনের ফল প্রকাশের পর তিনি শংসাপত্র আনতে যান। সেই সময়ই কাদা ও নোংরা রাস্তা নিয়ে রামপুর সদরের মহকুমা শাসক অভয় কুমার এবং অন্য এক আধিকারিককে ধমক দেন। তিনি প্রশ্ন করেন, ‘এই কারণেই কি আপনাকে এখানে বদলি করে এনেছি? আপনি দ্রুত রঙ বদলে ফেলেছেন। এটাও কি মোদী বলে দিয়েছেন?’ সংশ্লিষ্ট আধিকারিকরা আজম খানের এই আক্রমণের জবাবে কোনও কথা বলেননি।
উত্তরপ্রদেশে এবারের বিধানসভা নির্বাচনের প্রচারে উন্নত রাস্তা, এক্সপ্রেসওয়ের কথা বলেছিলেন অখিলেশ যাদব। কিন্তু তাঁর দলের ৯ বারের বিধায়ক আজম খানই মেনে নিলেন, তাঁর নিজের কেন্দ্রেই রাস্তার হাল খুব খারাপ। সরকারি আধিকারিকদের চোটপাট করলেও, খারাপ রাস্তার দায় অবশ্য নিতে নারাজ আজম খান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement