এক্সপ্লোর
Advertisement
২৮ শে ইন্ডিয়া গেটে মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান, পরিচালনায় অমিতাভ
নয়াদিল্লি: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ইন্ডিয়া গেটে বিশেষ অনুষ্ঠান। ২৮ মে হতে চলা অনুষ্ঠানটি পরিচালনা করবেন অমিতাভ বচ্চন। প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্র্রিসভার সদস্যরা সেখানে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মোদী সরকারের বিভিন্ন ‘সাফল্য’ তুলে ধরা হবে সেখানে। বিগ বি ‘জরা মুসকুরা দো’ (একটু হাসুন প্লিজ) নামে অনুষ্ঠানটির আয়োজন করলেও তার মূল উদ্যোক্তা সরকারই। গোটা অনুষ্ঠানটি সারা দেশে সম্প্রচার করবে দূরদর্শন।
জানা গিয়েছে, মোদীর আমলে নেওয়া নানা কর্মসূচির সাফল্যের প্রদর্শন থাকবে অনুষ্ঠানে। বিশেষ গুরুত্ব দিয়ে দেখানো হবে স্বচ্ছ ভারত অভিযান, ডিজিটাল ইন্ডিয়া ও গ্রামীণ বিদ্যুতায়ন কর্মসূচির জনপ্রিয়তা, সার্থকতার দিকটি।
শুধু রাজধানীই নয়, মোদী সরকারের দু বছর পূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হবে দেশের অন্য শহরগুলিতেও।
কীভাবে সরকারের সাফল্যকে তুলে ধরে প্রচার চালানো হবে, সে ব্যাপারে কেন্দ্রীয় নগরোন্নয়নমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর নেতৃত্বে মন্ত্রীদের একটি কমিটি তৈরি হয়েছে আগেই। তাতে রয়েছেন নীতীন গডকরী, পীযূষ গয়াল, রাজ্যবর্ধন সিংহ রাঠোরের মতো মন্ত্রী। অনুষ্ঠানের প্রস্তুতি তদারকি করেছেন তাঁরা। কোন কোন সরকারি কর্মসূচি, প্রকল্পকে প্রচারে বেশি গুরুত্ব দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন তাঁরা।
গত বছর মোদী সরকারের প্রথম বর্ষপূর্তির উদযাপনে স্লোগান ছিল ‘সাল এক, শুরুয়াত অনেক’।
এবার বিজেপি দলগত ভাবেও ধুমধাম করে মোদী সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। ২৬ মে থেকে ১০ জুন পর্যন্ত দেশের নানা স্থানে ২০০-টির বেশি অনুষ্ঠান করে সরকারের ‘সাফল্যের’ কথা ছড়িয়ে দেবে বলে ঠিক করেছে তারা। ২৬ মে সাহারানপুরের সভা দিয়ে শুরু করে একাধিক সভায় ভাষণ দেবেন খোদ প্রধানমন্ত্রী, এমনই ঠিক হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement