চেন্নাইতে আয়কর হানায় ১২৭ কেজি সোনা সহ উদ্ধার ১৪২ কোটি টাকা মূল্যের বেনামী সম্পত্তি
চেন্নাই ও নয়াদিল্লি: চেন্নাইয়ের একাধিক জায়গায় হানা দিয়ে ১৪২ কোটি টাকার নগদ ও সোনা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। নেট বাতিল হওয়া ইস্তক এখনও পর্যন্ত যা সর্ববৃহৎ।
আয়কর দফতর সূত্রে খবর, গতকাল রাতে তামিলনাড়ুর বালিখাদানের সঙ্গে যুক্ত একটি সংস্থার আটটি দফতরে হানা দেওয়া হয়। সেখান থেকে যা উদ্ধার হয়েছে তাতে আধিকারিকদের চোখ কপালে ওঠার জোগাড়।
তল্লাশিতে পুরনো বাতিল নোটে প্রায় ৯৬.৮৯ কোটি টাকা উদ্ধার হয়। এছাড়া নতুন ২০০০ টাকার নোটে উদ্ধার হয়েছে ৯.৬৩ কোটি টাকা। এছাড়া ১২৭ কেজি সোনা, যার আনুমানিক মূল্য ৩৬.২৯ কোটি উদ্ধার হয়েছে। আয়কর দফতর জানিয়েছে মোট উদ্ধার হওয়া নোট ও সোনার মূল্য ১৪২.৮১ কোটি!
জানা গিয়েছে, উদ্ধার হওয়া গোটা সম্পত্তি নিজের বলে দাবি করেছেন রাজ্য সরকারের সঙ্গে যুক্তি এস রেড্ডি নামে এক ঠিকাদার। তাঁকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে এই বিপুল সম্পত্তির উৎসের সম্পর্কে খোঁজ করা হচ্ছে।