কেরলে রাজনৈতিক হিংসার জন্য সিপিএমকে আক্রমণ অমিত শাহের
তিরুঅনন্তপুরম: রাজ্যে রাজনৈতিক হিংসা নিয়ে কেরলের শাসক দল সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ-কে একহাত নিলেন অমিত শাহ। তিনি জানতে চান, ১৩ নিরীহ বিজেপি ও আরএসএস কর্মী হত্যার নৈতিক দায় নিতে রাজি হবেন কি না মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
এদিন বিজেপির ১৫-দিন ব্যাপী জনরক্ষা যাত্রার সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষ্যে বিশাল জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এলডিএফ শাসনের আমলে ‘বামেদের অত্যাচার’-এর প্রসঙ্গ তুলে ধরেন।
বিজেপি সভাপতি জানান, ২০১৬ সালে কেরলে এলডিএফ ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে ১৩ বিজেপি ও আরএসএস কর্মী নিহত হয়েছেন। অমিত বলেন, আমি কেরলের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছি, তিনি কি এই হত্যার নৈতিক দায় নিতে রাজি?
তিনি যোগ করেন, মুখ্যমন্ত্রী সাহেব, আপনি যদি আমাদের সঙ্গে লড়াই করতে চান, তাহলে উন্নয়ন ও নীতির লড়াই করুন। অমিতের দাবি, কিছুদিনের মধ্যেই কেরলের মানুষ সিপিএমকে ছুঁড়ে ফেলে দেবে। শুধু বাম নয়, এদিন কংগ্রেসকেও একহাত নেন অমিত শাহ। বলেন, দুর্নীতি ও পরিবারতন্ত্রের জন্য দলটি গোটা দেশে প্রায় শেষ হয়ে গিয়েছে।