এক্সপ্লোর
Advertisement
মোমো থেকে ক্যানসার হয়, নিষিদ্ধ করা হোক, বললেন বিজেপি নেতা
শ্রীনগর: নিষিদ্ধ করা হোক মোমো। তা থেকে দুরারোগ্য ব্যাধি হতে পারে, এমনকী ক্যানসার। এমনই দাবি করেছেন জম্মুর বিজেপি পুরপিতা রমেশ অরোরা।
পেশায় আইনজীবী রমেশ ৪ তারিখ এ ব্যাপারে একটি সেমিনার ডাকেন। সেখানে মোমোর ক্ষতিকর দিক সম্পর্কে মানুষকে সাবধান করেন তিনি। সরকারি স্বাস্থ্য আধিকারিকরাও যোগ দেন ওই সেমিনারে।
তাঁর প্রতিবাদ মূলত আজিনামোটো বা মনোসোডিয়াম গ্লুটামেটের বিরুদ্ধে। এমএসজি নামে এই রাসায়নিক নুডলস, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, চিলি পনিরের মত নানা খাবারে মেশানো হয়। এতে খাবারের গন্ধ বাড়ে, লোকের ক্ষিদে বাড়ে। আলু, টম্যাটো, মাশরুমের মধ্যে এমনি থেকেই তাকে এই এমএসজি।
এর ফলে কাজে ঢিলেমি, মাথা ধরা, গা বমি, চামড়ার অসুখ, বেশি ঘাম এ সব হতে পারে বলে মনে করা হলেও তা এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি বলে খবর। ক্যানসার তো দূরের কথা।
কিন্তু রমেশ সে কথা শুনলে তো! তাঁর মতে, মোমো ভক্ষণ একটা নেশা, মোমো ড্রাগের মত বিপজ্জনক। তাঁর ভয়, তরুণ প্রজন্ম এই নেশায় মজে গিয়েছে, তাদের স্বাস্থ্য নষ্ট হচ্ছে এতে। তাঁর দাবি, মোমো এখনই নিষিদ্ধ করা হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement