এক্সপ্লোর
Advertisement
‘বলিউড ট্যুইটেরেটি’, নাম না করে কটাক্ষ কঙ্গনাকে, ওয়াই প্লাস নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা মহুয়া মৈত্রের
বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্র। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকারকে নিশানা করেছেন কঙ্গনা।
কলকাতা ও নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের জন্য ওয়াই প্লাস নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্র। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনা নিয়ে মহারাষ্ট্র সরকারকে নিশানা করেছেন কঙ্গনা। এজন্য মহারাষ্ট্রের শাসক জোটের শরিক শিবসেনার আক্রমণের মুখে পড়েছেন অভিনেত্রী। তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। এরপর কেন্দ্রের 'সম্পদের ব্যবহার' নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ। পুরস্কারজয়ী অভিনেত্রীর নাম না করে ‘বলিউড ট্যুইটেরেটি’ বলেও কটাক্ষ করেছেন মহুয়া মৈত্র।
তৃণমূল সাংসদের ট্যুইট- ‘ভারতে যখন পুলিশ ও জনসংখ্যা অনুপাত প্রতি লক্ষে ১৩৮, সারা বিশ্বের ৭১ দেশের মধ্যে শেষ পাঁচে রয়েছে ভারত, তখন বলিউড ট্যুইটেরেটি-কে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হচ্ছে কেন? সম্পদের এর থেকে ভালো ব্যবহার করা যায় না মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী?’
সুশান্তর মৃত্যুর তদন্ত নিয়ে মুম্বই পুলিশকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন কঙ্গনা। শিবসেনার সঙ্গে চাপানউতোরের মধ্যেই তিনি বলিউডের প্রথম তারকা হিসেবে সিআরপিএফের নিরাপত্তা পেয়েছেন। তাঁর নিরাপত্তা দায়িত্বে থাকবেন ১ পার্সোনাল সিকিউরিটি অফিসার ও কমান্ডো সহ ১১ সশস্ত্র পুলিশ কর্মী।
এক্ষেত্রে প্রধান বিচারপতি এসএ বোবডে ও কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদের মতো ভিভিআইপি-দের তালিকাভূক্ত হলেন কুইন অভিনেত্রী।
কঙ্গনা বর্তমানে তাঁর নিজের রাজ্য হিমাচল প্রদেশে রয়েছেন। তাঁর দাবি, মহারাষ্ট্রের বর্তমান রাজ্য সরকারের আওতায় তিনি মুম্বইতে থাকতে ভয় পাচ্ছেন। তাঁর এই মন্তব্যের ঝাঁঝালো প্রতিক্রিয়া জানান শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। তিনি বলেছেন, নিরাপত্তাহীনতায় ভুগলে অভিনেত্রীর এই শহরে আসা উচিত নয়।
রাউতের এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছেন রানাউত। তিনি ট্যুইট করেন, ‘মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো মনে হচ্ছে কেন?’
এর জবাবে রাউত সহ শিবসেনার বেশ কয়েকজন নেতা অভিনেত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন।
এরইমধ্যে কঙ্গনাকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়ার কেন্দ্রের সিদ্ধান্ততে ‘বিস্ময়কর ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেছেন, ‘যাঁরা মুম্বই ও মহারাষ্ট্রের অপমান করছেন, তাঁদের নিরাপত্তা প্রদানে কেন্দ্রীর পদক্ষেপ বিস্ময়কর ও দুঃখজনক। এই রাজ্য বিজেপি সহ সকলেরই। কঙ্গনা রানাউতের মন্তব্যের নিন্দা সবার করা উচিত’।
কঙ্গনা জানিয়েছেন, তিনি ৯ সেপ্টেম্বর মুম্বইতে আসছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement