এক্সপ্লোর
মণিপুর ও গোয়ায় সরকার গড়তে সচেষ্ট কংগ্রেস-বিজেপি উভয় শিবিরই

পানাজি ও ইম্ফল: পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে বিপুল জনাদেশ পেয়েছে বিজেপি। পঞ্জাব গিয়েছে কংগ্রেসের দখলে। কিন্তু গোয়া ও মণিপুরে কোনও দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দুই রাজ্যেই একক গরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এই দুই রাজ্যে সরকার গঠনের লড়াই জমে উঠেছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। ত্রিশঙ্কু মণিপুর ও গোয়ায় সরকার গঠনের দাবি জানিয়েছে উভয় দলই।
গোয়া বিধানসভার ৪০ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে ১৭ আসন। বিজেপি পেয়েছে ১৩ আসন। মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি (এমজিপি) পেয়েছে ৩ টি আসন, গোয়া ফরোয়ার্ড পার্টি ৩ এবং এনসিপি ১ টি আসনে জয়ী হয়েছে। নির্দল প্রার্থী জিতেছেন একটি আসনে। এমজিপি বিজেপির প্রাক্তন শরিক।
গতবারের নির্বাচনে বিজেপি গোয়ায় ২১ আসন পেয়েছিল। কংগ্রেসের দখলে ছিল ৯ টি আসন।
এবারের ভোটে ক্ষমতাসীন বিজেপি সংখ্যারগরিষ্ঠতা না পাওয়ায় গোয়ায় সরকার গঠনে উত্সাহী কংগ্রেস। এর প্রস্তুতি নিয়ে গতকাল থেকেই একের পর এক বৈঠক করছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপিও সরকার গঠনের লড়াইয়ে রয়েছে বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর।
গোয়ার দায়িত্বপ্রাপ্ত এআইসিসি নেতা দিগ্বিজয় সিংহ বলেছেন, জিএফপি ও এমজিপি-র মতো অ-বিজেপি দলগুলির সঙ্গে হাত মেলাতে তৈরি কংগ্রেস। এই দলগুলির সঙ্গে আলোচনা চালানোর দায়িত্ব দলের পক্ষ থেকে সাংসদ বেণুগোপালকে দেওয়া হয়েছে। কংগ্রেসের পক্ষে নির্দল বিধায়কের সমর্থন রয়েছে। কিন্তু সরকার গঠনের জন্য জিএফপি ও এমজিপি-র মধ্যে কোনও একটি দলের সমর্থন প্রয়োজন কংগ্রেসের।
অন্যদিকে, পর্রীকর বলেছেন, গোয়ায় কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই বিজেপিও সরকার গঠনের অবস্থায় রয়েছে। অন্যান্যদের কাছ থেকে সমর্থন পাওয়ার বিষয়ে দল আত্মবিশ্বাসী বলেও পর্রীকর মন্তব্য করেছেন।
অন্যদিকে, পর পর তিন দফায় ক্ষমতায় থাকার পর মণিপুরে এবারের নির্বাচনে ৬০ টির মধ্যে ২৮ আসন পেয়েছে কংগ্রেস। বিজেপি ২১ আসন জিতেছে। গতবার তাদের কোনও আসনই ছিল না। এই অবস্থায় সাফল্য পেয়ে সরকার গঠনের কথা ভাবছে বিজেপি। কংগ্রেসকে সরকার গড়তে গেলে তৃণমূল ও ১ নির্দল প্রার্থীর সমর্থন যোগাড় করা প্রয়োজন। তৃণমূল ১ টি আসনে জিতেছে। সবমিলিয়ে সরকার গঠনের জন্য আরও এক বিধায়কের সমর্থন দরকার হবে কংগ্রেসের।
অন্যদিকে, বিজেপি তাকিয়ে রয়েছে লোকসভার প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ পি এ সাংমার এনপিপি ও রাম বিলাস পাসোয়ানের এলজেপি এবং নাগা পিপলস ফ্রন্টের দিকে। এই তিনটি দলই বিজেপির শরিক। তিনটি দলের আসন সংখ্যা ৯। সবমিলিয়ে বিজেপির পক্ষেও থাকতে পারে ৩০ বিধায়কের সমর্থন।
কংগ্রেস বলেছে, যেহেতু তারাই একক সংখ্যাগরিষ্ঠ দল। তাই প্রথা অনুযায়ী, রাজ্যপাল তাদেরই সরকার গঠনের জন্য তাদের ডাকবেন বলে আশা প্রকাশ করেছে কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
Advertisement























