এক্সপ্লোর
মাসে ১৪৪ টাকায় আনলিমিটেড কলের অফার বিএসএনএলের

নয়াদিল্লি: গ্রাহকদের নববর্ষের উপহার রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল-এর। ১৪৪ টাকায় যে কোনও নেটওয়ার্কে এক মাস আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের অফার নিয়ে এল বিএসএনএল। উল্লেখ্য, বিভিন্ন টেলিকম কোম্পানি নিখরচায় কলের প্ল্যান নিয়ে এসেছে। এবার বিএসএনএল-ও সেই ধরনের অফারই গ্রাহকদের দিল। কোম্পানির চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব বলেছেন, এই অফার ছয় মাসের জন্য বৈধ থাকবে। এই প্ল্যানের মাধ্যমে মাসে ১৪৪ টাকায় যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলের সঙ্গে থাকবে ৩০০ এমবি ডেটাও। প্রিপেড ও পোস্ট পেড-উভয় ধরনের গ্রাহকদের জন্যই এই অফার প্রযোজ্য হবে। বিএসএনএল দেশে ৪,৪০০ টি ওয়াই-ফাই হটস্পট শুরু সহ একাধিক পদক্ষেপ নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















