এক্সপ্লোর
Advertisement
বিজেপি, সঙ্ঘের বিরুদ্ধে না লিখলে হয়তো খুন হতেন না গৌরী! বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল, অভিযোগ গেল সিটের কাছে
বেঙ্গালুরু: সদ্য নিহত সাংবাদিক গৌরী লঙ্কেশকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিপাকে কর্নাটকের বিজেপি বিধায়ক ডি এন জীবরাজ। অভিযোগ, শ্রীঙ্গেরির জনপ্রতিনিধি তথা জেলা বিজেপি সভাপতি জীবরাজ কোপ্পায় দলীয় সভায় বলেছেন, বিজেপি, হিন্দুত্ববাদীদের নিন্দা, সমালোচনা না করলে হয়তো মরতে হত না গৌরীকে!
তাঁর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করে কংগ্রেসের স্থানীয় নেতা, কর্মীরা পুলিশকে পিটিশন দিয়েছেন। বিজেপি বিধায়কের মন্তব্যে গৌরীর হত্যাকাণ্ডে তাঁর জড়িত থাকার ইঙ্গিত রয়েছে বলে তাঁদের দাবি।
কর্নাটক রাজ্য রায়ত সঙ্ঘ তালুকের প্রেসিডেন্ট নবীন কারুভানে ও আরও কয়েকজনও গৌরীর খুনে বিজেপি বিধায়কের হাত থাকার সন্দেহ প্রকাশ করে পুলিশে অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগটি নথিবদ্ধ করেনি পুলিশ।
সেটি তারা পাঠিয়ে দিয়েছে নির্ভীক সাংবাদিক, সমাজকর্মী হত্যার তদন্তে গঠিত বিশেষ তদন্ত দলের (সিট) কাছে। কোপ্পার পুলিশ সুপার কে আন্নামালাই বলেছেন, আমরা অভিযোগটি সিট-কে পাঠিয়েছি, যেহেতু এটি গৌরী লঙ্কেশের হত্যা সংক্রান্ত। আবেদনকারীরা এই হত্যায় বিধায়কের যোগসাজশের অভিযোগ তুলেছেন।
যদিও অভিযুক্ত বিজেপি বিধায়কের সাফাই, তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি আসলে বলতে চেয়েছিলেন, রাজ্য সরকার আগের হিন্দু নেতাদের খুনের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করলে গৌরী লঙ্কেশ হয়ত খুন হতেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement