এক্সপ্লোর
Advertisement
রাহুল মন্দির যাচ্ছেন, শুনানি পিছতে বলছেন সিবাল, অযোধ্যা নিয়ে অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস, বললেন অমিত
নয়াদিল্লি: অযোধ্যা নিয়ে কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করতে বললেন অমিত শাহ। সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী তথা কংগ্রেসের প্রথম সারির নেতা কপিল সিবাল আজ সুপ্রিম কোর্টে এ ব্যাপারে শুনানি পিছনোর আবেদন করায় বিজেপি সভাপতি বলেন, কপিল সিবালজি আজ সুপ্রিম কোর্টে একটা অদ্ভূত কথা বলেছেন। তিনি শুনানি ২০১৯-এর সাধারণ নির্বাচন পর্যন্ত স্থগিতা রাখা উচিত বলে সওয়াল করেছেন। কংগ্রেস তাদের অবস্থান পরিষ্কার জানাক। রাহুলজি গুজরাতে মন্দিরে মন্দিরে ঘুরছেন। কিন্তু আরেকদিকে কপিল সিবালকে দিয়ে রাম জন্মভূমি মামলায় দেরি করিয়ে দেওয়া হচ্ছে। রাহুলজীর জানানো উচিত, তাঁর দৃষ্টিভঙ্গী ঠিক কী।
বিজেপি মুখপাত্র জিভিএল নরসিমা রাও-ও দাবি করেন, কংগ্রেস কি সিবালের শুনানি পিছনোর আবেদনের সঙ্গে সহমত, বলুক। বিরোধী শিবিরকে চাপে ফেলতে তিনি সিবালের বক্তব্যের উল্লেখ করে বলেন, ২০১৯-এর লোকসভা ভোট পর্যন্ত অযোধ্যা মামলা পিছিয়ে দেওয়ার কথা বলে একটা আইনি বিবাদে রাজনীতির রং দিলেন উনি। কংগ্রেস জানাক, সিবাল কি ওদের প্রতিনিধিত্ব করছেন না সুন্নি ওয়াকফ বোর্ডের, নাকি এ ব্যাপারে তাল মিলিয়ে চলছে কংগ্রেস আর সুন্নি বোর্ড? দ্রুত এই জটিল আইনি ইস্যুর সমাধান না চেয়ে কেন কংগ্রেস তাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চাইছে।
কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধীকে খোঁচা দেন তিনি। রাহুল শিবভক্ত, বলছেন তাঁর দলের নেতারা। রাওয়ের কটাক্ষ, 'শিবভক্তে'র কি রামের প্রতি কোনও শ্রদ্ধা নেই! রাও বলেন, আমরা খুশি যে বিরাট ব্যবধানে হারের আতঙ্কে ২০১৯-এর ভোট স্থগিত রাখতে চাইছে না কংগ্রেস।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement