এক্সপ্লোর
Advertisement
শ্রীনগরে উন্মত্ত জনতার রোষে পুলিশ, নগ্ন করে পিটিয়ে মারা হল ডেপুটি এসপি মহম্মদ আয়ুব পণ্ডিতকে
শ্রীনগর: শ্রীনগরের নৌহট্টা এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের ডেপুটি এসপি (নিরাপত্তা) মহম্মদ আয়ুব পণ্ডিতকে নগ্ন করে পিটিয়ে মেরে ফেলল উন্মত্ত জনতার একটি দল।
সূত্রের খবর, গতকাল নৌহট্টা এলাকায় জামিয়া মসজিদের ভেতর ছবি তুলছিলেন ডেপুটি এসপি। সেসময় মসজিদের ভেতর তিনি সাদা পোশাকে ছিলেন। তারপর আচমকাই তিনি তাঁর সার্ভিস পিস্তল থেকে গুলি চালান। ঘটনায় তিন ব্যক্তি আহত হন। এরপরই তাঁকে বাইরে ঘিরে ধরে উন্মত্ত জনতা। তারপর তাঁকে নগ্ন করে চলে বেধড়ক মার। এই ঘটনায় মৃত্যু হয়েছে ডেপুটি এসপির। পিটিআই সূত্রে খবর, এরপর ওই উন্মত্ত জনতা এলাকায় ভাঙচুর শুরু করে। সেখানকার একটি খালি সিকিউরিটি পিকেটে হামলাও চালায় ওই জনতা। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পরে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। তবে প্রথমে এটা ঠিক বোঝা যাচ্ছিল না কেন পুলিশের ওই ডেপুটি এসপি মসজিদের ভেতর ছবি তুলছিলেন। পরে পুলিশেরই এক উচ্চপদস্থ আধিকারিক জানান, নিহত পুলিশ আধিকারিকের ওখানে ডিউটি ছিল। লায়লাতুল উপলক্ষে ইদানিং রাতে মসজিদ এলাকায় লোকের ভিড় থাকছে। সেইজন্যেই পুলিশ মোতায়েন করা হচ্ছে, দাবি পুলিশ সূত্রের। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলতে জম্মু-কাশ্মীরে মানুষের চলাফেরার ওপর নানা বিধি নিষেধ আরোপ করা হয়েছে। চলছে কড়া নজরদারিও।Deputy SP Mohammed Ayub Pandith of Security beaten to death by mob in J&K's Nowhatta last night pic.twitter.com/TGIfIQIsFx
— ANI (@ANI_news) June 23, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement