এক্সপ্লোর
'Unlock 3 Guidelines' : ১ অগাস্ট থেকে আনলক ৩: ৫ অগাস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে জিম খোলায় ছাড়, ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধই থাকছে স্কুল-কলেজ, সিনেমা হল
আনলক ২-র পর এবার ১ অগাস্ট থেকে আনলক ৩। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক ৩-এর নির্দেশিকা জারি করেছে।

নয়াদিল্লি: আনলক ২-র পর এবার ১ অগাস্ট থেকে আনলক ৩। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনলক ৩-এর নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য বিধি মেনে ৫ অগাস্ট থেকে জিম খোলায় ছাড়।৫ অগাস্ট থেকে খুলতে পারবে যোগ প্রশিক্ষণ কেন্দ্র।৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার। আপাতত বন্ধই থাকছে মেট্রো, সিনেমা হল, সুইমিং পুল। আনলক ৩-এ উঠছে ‘নাইট কারফিউ’।এক রাজ্য থেকে অন্য রাজ্যে যেতে লাগবে না বিশেষ অনুমতি।প্রয়োজনে এব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকার।সামাজিক দূরত্ব-স্বাস্থ্য বিধি মেনে ১৫ অগাস্ট পালনে ছাড়। ১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত কার্যকর আনলক ৩। কনটেনমেন্ট জোনগুলিতে ৩১ অগাস্ট পর্যন্ত বিধিনিষেধে কোনও ছাড় নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















