এক্সপ্লোর
উচ্চবর্ণের মেয়ের সঙ্গে প্রেম, খুন দলিত কিশোর, গ্রেফতার ৭
![উচ্চবর্ণের মেয়ের সঙ্গে প্রেম, খুন দলিত কিশোর, গ্রেফতার ৭ Dalit Boy Killed Over Affair With Upper Caste Girl 7 Arrested উচ্চবর্ণের মেয়ের সঙ্গে প্রেম, খুন দলিত কিশোর, গ্রেফতার ৭](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/07/21155553/honour-killing-270x202.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঠাণে: ফের ‘সম্মানরক্ষায়’ খুন। এবার বলি দলিত কিশোর। ঘটনাস্থল মহারাষ্ট্র।
খবরে প্রকাশ, নভি মুম্বইয়ের বাসিন্দা উচ্চবর্ণের এক কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল ওই দলিত কিশোরের। জানতে পেরে, ওই কিশোরকে হত্যা করার অভিযোগ ওঠে কিশোরীর পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে বছর সতেরোর ওই কিশোরীকেও।
পুলিশ রিপোর্ট অনুযায়ী, নিহত কিশোরের নাম স্বপ্নীল সোনাওয়ানে। কিশোরীটি তার সহপাঠী ছিল। নিম্নবর্ণের ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নেয়নি কিশোরীর পরিবার।
গত মঙ্গলবার রাতে কিশোরীর পরিবারের সদস্য সহ ২০-২৫ জনের একটি দল ছেলেটিকে লোহার রড দিয়ে বেদম মারে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনায় কিশোরীর বাবা, মা, ভাই সহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত তাদের ২৫ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
এদিকে, এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, প্রথমদিকে ছেলেটির পরিবার যখন মেয়েটির ভাইদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করতে যায়, তখন পুলিশ তা গ্রহণ করেনি।
এই কথা জানাজানি হওয়ার পর রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার (আরপিআই) কয়েকজন সদস্য নেরুল পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এপ্রসঙ্গে, ওই থানার দুই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)