এক্সপ্লোর
Advertisement
শিরডি সাঁইবাবার মন্দিরের দানপাত্রে ৯২ লাখি হিরের নেকলেস
নাসিক: মহারাষ্ট্রের নাসিকে শিরডি সাঁইবাবার মন্দিরের দানপাত্রের মধ্যে পাওয়া গেল একজোড়া হিরের নেকলেস। এই নেকলেস দুটির বাজার মূল্য প্রায় ৯২ লক্ষ টাকা।
সাঁইবাবার ভক্তরা দেশে-বিদেশে ছড়িয়ে আছেন। তাঁরা এই মন্দির দর্শনে এসে সোনা-রুপো ছাড়াও নগদ টাকা দান করেন। এই মন্দিরটি ভক্তদের দানের হিসেবে ভারতে প্রথম পাঁচের মধ্যে আছে। কিন্তু জোড়া হিরের নেকলেস এই প্রথম পাওয়া গেল।
মন্দিরের প্রধান হিসাব রক্ষক দিলীপ জির্পে জানিয়েছেন, গত বছরের ১ এপ্রিল থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ২২৩টি হিরে, মুক্তো ও অন্যান্য রত্ন দান করেছেন ভক্তরা। এগুলির মোট মূল্য এক কোটি ৬ লক্ষ টাকা। ২১ তারিখ দানপাত্র খোলা হয়। ২৩ তারিখ ভক্তদের দান করা টাকা ও রত্নসামগ্রীর হিসেব করা হয়েছে।
দানপাত্রে জমা পড়া ধনসম্পদ সবই মন্দিরের ট্রাস্টের মালিকানাধীন হয়। এই হিরের নেকলেস দুটিও ট্রাস্টেরই পাওয়ার কথা। যদিও ট্রাস্টি বোর্ডের সিইও বাজিরাও শিণ্ডে জানিয়েছেন, বম্বে হাইকোর্টের নির্দেশে একটি কমিটি ট্রাস্টের কাজকর্ম পরিচালনা করছে। আদালতই জমা পড়া রত্নের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
আগামী বছর সাঁইবাবার তিরোধানের শতবর্ষ পালনের উদ্যোগ নিয়েছে ট্রাস্ট। তাঁদের এক বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিণ্ডে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement