এক্সপ্লোর
Advertisement
পাকিস্তানকে বেশি বিশ্বাস করেন, রাহুলকে কটাক্ষ বিজেপির, বায়ুসেনা অভিযান নিয়ে প্রশ্ন তোলায় লজ্জিত হওয়া উচিত ওঁর, বললেন অমিত শাহ
নয়াদিল্লি: রাফাল যুদ্ধবিমান ডিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তদন্ত দাবি করায় পাল্টা রাহুল গাঁধীকে নিশানা বিজেপির। বৃহস্পতিবার কেন্দ্রের শাসক দল রাহুল ভারতীয় বায়ুসেনা বা সুপ্রিম কোর্ট, কাউকেই বিশ্বাস করেন না বলে অভিযোগ করে জানতে চায়, রাফাল নিয়ে উনি কি পাকিস্তানের সার্টিফিকেট চান! কংগ্রেস সভাপতি ভারতীয় বায়ুসেনা, এ দেশের নেতাদের চেয়ে পাকিস্তানকেই বেশি বিশ্বাস করেন বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, রাহুল গাঁধীর নির্জলা মিথ্যাচারের তীব্র নিন্দা করছি। উনি ভারতীয় বায়ুসেনাকে ভরসা করেন না, সুপ্রিম কোর্টের রায়েও নয়, যাতে স্পষ্ট বলা হয়েছে, রাফাল সংগ্রহ প্রক্রিয়ায় কোনও বাণিজ্যিক অসঙ্গতি নেই। উনি ক্যাগকেও বিশ্বাস করেন না। রাহুল গাঁধীর কি রাফাল সম্পর্কে পাকিস্তানের সার্টিফিকেট চাই? কিন্তু সে ব্যাপারে আমরা কিছু করতে পারব না। ইদানীং দেখছি, ভারতীয় বাহিনী, নেতাদের চেয়ে উনি পাকিস্তানের ওপর বেশি আস্থা রাখছেন।
রাহুল এর আগে প্রশ্ন তোলেন, রাফাল ডিল সংক্রান্ত সরকারি নথি চুরি হওয়ার ব্যাপারে তদন্ত শুরু হলে কেন ‘৩০০০০ কোটি টাকার কেলেঙ্কারি’র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হবে না।
সাংবাদিক সম্মেলনে রাফাল ডিল নিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সমান্তরাল আলোচনা প্রক্রিয়া চালানোর অভিযোগ তোলেন রাহুল, তাঁকে ‘বাঁচাতে’ সরকার প্রতিষ্ঠানগুলিকে কব্জা করছে বলেও দাবি করেন। সমান্তরাল আলোচনা প্রক্রিয়ার ফলে রাফাল সরবরাহে বিলম্ব ঘটেছে বলেও অভিযোগ রাহুলের।
পাশাপাশি অমিত শাহও বালাকোটে বায়ুসেনার অভিযানের প্রমাণ দাবি করায় কংগ্রেস সভাপতির লজ্জিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এজন্য আসন্ন লোকসভা ভোটে মানুষ তাঁকে উপযুক্ত জবাব দেবে বলেও মধ্যপ্রদেশের সাগরের কাছে বামোরায় বিজেপির বুথকর্মীদের সভায় জানান তিনি। বিজেপি সভাপতি বলেন, বায়ুসেনার শীর্ষকর্তাই পরিষ্কার বলেছেন, বায়ুসেনা নিশানা করা সন্ত্রাসের ঘাঁটিতে আঘাত করেছে। কিন্তু তারপরও বিমানহানার প্রমাণ চেয়ে ভারতের হাজার হাজার শহিদের অপমান করছেন উনি। প্রধানমন্ত্রীর কাজ, অক্লান্ত মানসিকতার উল্লেখ করেও তাঁর প্রশংসা করেন অমিত। বলেন, এতদিন মাত্র দুটো দেশের কথা লোকে বলত, যারা নিজেদের বাহিনীর ওপর হামলার বদলা নিত। এই তালিকায় ভারতের নামও ঢুকবে, তা মোদিজি নিশ্চিত করেছেন। গত ২৫ বছরে মোদি একবারও ছুটি নেননি, আর রাহুল গাঁধী ঘনঘন বিদেশ ছুটি কাটাতে যান বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি সভাপতি বলেন, দেশ এমন এক প্রধানমন্ত্রী পেয়েছে, যিনি ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টাই কাজ করেন, দেশের প্রতি নিবেদিত। আরও বলেন, মোদি সরকার ৫৫ মাসের শাসনে যা করেছে, কংগ্রেস সরকার ৫৫ বছরে গাঁধী পরিবারের চার প্রজন্মের শাসনে করতে পারেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement