এক্সপ্লোর
রাষ্ট্রপতিও তদন্তের উর্ধ্বে নন, কেন্দ্রকে তোপ উত্তরাখণ্ড হাইকোর্টের

নৈনিতালঃ ‘রাষ্ট্রপতিরও ভুল হতে পারে। তিনি রাজা নন। এমন নয় যে, তাঁর সিদ্ধান্ত বিচারবিভাগের আওতায় পড়বে না। সংবিধান অনুসারে সবাই আইনের আওতায়।’ ঠিক এই ভাষাতেই আজ কেন্দ্রকে তোপ দাগল উত্তরাখণ্ড হাইকোর্ট। রাষ্ট্রপতির সম্মতিকে আইনের আওতায় আনা সংক্রান্ত এক শুনানিতেই এই মন্তব্য করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি কে এম জোশেফ ও বিচারপতি ভি কে বিস্তের বেঞ্চ। আদালত বলেছে, ‘আমরা রাষ্ট্রপতির বিচক্ষণতা নিয়ে সন্দেহ প্রকাশ করছি না। কিন্তু সব কিছুই বিচার বিভাগের আওতায় আসবে।’ এর আগে মঙ্গলবারও আদালতের তোপের মুখে পড়েছিল কেন্দ্র। উত্তরাখণ্ড সরকার রাষ্ট্রপতি শাসনের সুপারিশ না করা সত্ত্বেও নির্বাচিত সরকারকে বরখাস্ত করার নিন্দা করেছে আদালত। বরখাস্ত হওয়া মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। এই মামলার শুনানিতেই আদালত বলে, ‘রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিয়েছে। এর ফলে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে।’ রাজ্য সরকারকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না বলেও রায় দেয় আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
বাজেট
অটো






















