এক্সপ্লোর
Advertisement
বিজেপি পেতে পারে ৫২টি, কংগ্রেস ৩৫টি আসন, রেকর্ড চতুর্থ বার ক্ষমতা ধরে রাখতে পারেন রমন সিংহ, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়
নয়াদিল্লি: ২০০০ সালে বাজপেয়ী আমলে মধ্যপ্রদেশ ভেঙে তৈরি হয় পৃথক রাজ্য ছত্তীসগঢ়। প্রথমবার কংগ্রেস সরকার তৈরি হলেও তারপর থেকে লাগাতার এই রাজ্যে ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী রমন সিংহ। এবার কী হতে পারে ছত্তীসগঢ়ে? রেকর্ড চতুর্থবার ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী হবেন রমন? না কি পালাবদল হতে পারে এবার? বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী ছত্তীসগঢ়ে বিজেপি পেতে পারে ৫২টি আসন। উল্টোদিকে কংগ্রেস পেতে পারে ৩৫টি আসন। কংগ্রেস ছেড়ে পৃথক দল তৈরি করা অজিত যোগী ও মায়াবতীর জোট পেতে পারে ৩টি আসন। বিজেপির ঝুলিতে যেতে পারে ৪২ শতাংশ ভোট। কংগ্রেস ৩৭ শতাংশ ভোট পেতে পারে।
যোগী-মায়াবতীর জোট পেতে পারে ১২ শতাংশ ভোট। অন্যানের ঝুলিতে ৯ শতাংশ ভোট যেতে পারে। অর্থাৎ রেকর্ড চতুর্থ বারের জন্য বিজেপির দূর্গ অটুট রেখে ক্ষমতা ধরে রাখতে পারেন চাবলবালেবাবা নামে খ্যাত রমন সিংহ।
ছত্তীসগঢ়ের ভোটে বড় ইস্যুগুলি হল কৃষক সমস্যা, মাওবাদী সমস্যা, কর্মসংস্থান এবং দুনীর্তির অভিযোগ।
ছত্তীসগঢ়ের বিজেপি হেভিওয়েটদের মধ্যে রমন সিংহ লড়ছেন রাজনন্দগাঁও থেকে। ধর্মলাল কৌশিক লড়ছেন বিলহা থেকে। গৌরীশঙ্কর আগরওয়াল কাসদোল কেন্দ্র থেকে লড়ছেন। কংগ্রেসের হেভিওয়েটদের মধ্যে প্রদেশ সভাপতি ভূপেশ বাঘেল লড়ছেন পাটন থেকে।
টি এস সিংহ দেও অম্বিকাপুর থেকে এবং তামরাধ্বজ সাহু দূর্গ গ্রামীণ কেন্দ্র থেকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement